থানাকে আস্থাকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-21 19:42:53

  থানাকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে। এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রয়োজন। কারণ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানের বাস্তবরূপ তখনই হবে যখন নারী, শিশু ও সাধারণ মানুষ থানা থেকে সেবা নিয়ে হাসি মুখে বের হবে। বুধবার সকাল ১১টায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। চাঁদপুরের সাংবাদিক ও পুলিশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনাদের ভূমিকা অব্যাহত থাকবে বলে আমি বিভিন্ন স্থানে বলে থাকি। যে সব পুলিশ ভালো কাজ করে তাদের বিষয়েও লেখার পরামর্শ দেন আইজিপি। আর যারা ভুল করবে তাদের ভুল ধরিয়ে গঠনমূলক লেখা আশা করেন তিনি। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য জঙ্গিবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল উল্লেখ করে তিনি বলেন, কিন্তু বাংলাদেশ পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করতে স্বক্ষম হয়েছে। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর