সাপের ওয়াইন বানাতে গিয়ে মৃত্যু!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:27:52

ঢাকা: সাপ দিয়ে তৈরি করা ওয়াইন চীনের মানুষের কাছে খুবই ঐতিহ্যপূর্ণ একটি পানীয়। আর সেই পানীয় বানাতে গিয়ে সাপের কামড়েই নিহত হয়েছেন চীনা এক নারী।

ঘটনাটি ঘটেছে চীনের শান্সি প্রদেশে। ২১ বছর বয়সী এই চীনা নারী সাপ কিনেছিলেন একটি অনলাইন শপিং পোর্টাল থেকে, বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম গুলো। গুয়াংজুর জুনজয়াং নামক অনলাইন পোর্টালটি এ ধরনের প্রাণী কেনাবেচা করে থাকে।

খুব গোপনীয়তার সাথে এই ধরনের প্রাণী জুনজুয়াং অনলাইন শপটি ক্রেতাদের কাছে পৌঁছে দেন। চীনের দক্ষিনের জিংহুয়া নামক কুরিয়ার কোম্পানীর মাধ্যমে জুনজুয়াং সেই চীনা নাগরিকের কাছে সাপটি পৌছে দেয়। কিন্তু বক্সের ভেতরে কি ছিলো তা জানতো না বলে দাবি করছে জিংহুয়া কুরিয়ার কোম্পানীটি।

নিহত হওয়া চীনা নারীর মা বলছেন, মূলত চিকিৎসার কাজে প্রয়োজন এমন ওয়াইনই তৈরি করতে চেয়েছিলেন তার কন্যা।

এ ঘটনায় নড়েচড়ে বসেছে দেশটির প্রশাসন। দেশটির গণমাধ্যম বলছে সাপটি বাড়িতে আনার পর কোনো না কোনোভাবে খাঁচা থেকে বের হয়ে পালিয়ে যায়। কিন্তু দেশটির বনবিভাগ বলছে, সাপটিকে খুঁজে পাওয়া যায় নিহত নারীর বাড়ির পাশেই।

সংশ্লিষ্ট অনলাইন শপটির বিরুদ্ধে ইতমধ্যে চীনের সরকার নিয়েছে শক্ত পদক্ষেপ। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের কার্যক্রম।

সম্প্রতি দেশটিতে অনলাইন শপের এক জোয়ার তৈরি হয়েছে। আর তার সুযোগে কিছু অসাধু চক্র বেআইনি কাজ করছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এ ধরনের পানীয় বাড়িতে ব্যক্তিগতভাবে না বানানোর জন্য বিভিন্ন পরামর্শ বেশ আগে থেকেই দিয়ে আসছিলো দেশটির সরকার।

এ সম্পর্কিত আরও খবর