ড্রোনের মাধ্যমে ১৭ বছরের পলাতক আসামি গ্রেফতার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 22:13:58

সোং জিয়াং, বয়স ৬৩। ২০০২ সালে নারী ও শিশু পাচার মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পুলিশের হাত থেকে বাঁচতে বছরের পর বছর ধরে মানবজাতি থেকে দূরে চীনের পাহাড়ের একটি গুহায় বসবাস করছিলেন। ড্রোনের মাধ্যমে তার সন্ধান পাওয়া যায়। অবশেষে ১৭ বছর ধরে পলাতক আসামি গ্রেফতারে সক্ষম হয় পুলিশ।

চীনের গণমাধ্যম জানিয়েছে, সোং জিয়াং নদী থেকে পানীয় পান করতে প্লাস্টিকের বোতল ব্যবহার করেছিলেন এবং আগুন জ্বালানোর জন্য গাছের ডাল ব্যবহার করেছিলেন।

পুলিশ বলছে, সেপ্টেম্বরের শুরুর দিকে জিয়াংয়ের অবস্থান সম্পর্কে তার উইচ্যাটের অ্যাকাউন্টের মাধ্যমে ক্লু পেয়েছিল। ক্লুটি তাদের দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে জিয়াংয়ের নিজের শহরের পেছনের পাহাড়ে নিয়ে যায়। নিয়মিত অনুসন্ধানে কিছু খুঁজে পেতে ব্যর্থ হলে কর্তৃপক্ষের সহায়তায় পাহাড়ে কয়েকটি ড্রোন পাঠানো হয়। ড্রোনগুলো খাড়া খিলে একটি নীল রঙের স্টিলের টালি এবং পাশের বাড়ির জঞ্জালগুলোর চিহ্ন খুঁজে পেয়েছিল। এরপর পুলিশ পায়ে হেঁটে একটি ছোট গুহায় সোং জিয়াংকে পেয়ে যায়। তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর