বিদেশি বাহিনীকে সতর্ক করলেন রুহানি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 16:06:09

বিদেশি বাহিনীকে উপসাগরীয় অঞ্চল থেকে দূরে থাকতে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ইরানের রাজধানী তেহরানে জাতীয় প্রতিরক্ষা সপ্তাহের প্রথম দিনের কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।

বক্তব্যে রুহানি বলেন, 'বিদেশি বাহিনী সর্বদা বেদনা ও দুর্দশা এনেছিল আমাদের মাঝে। বিদেশি শক্তিগুলো আমাদের জনগণ-অঞ্চলের জন্য সমস্যা ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।'

উপসাগরীয় অঞ্চলে শান্তির জন্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে একটি শান্তি উদ্যোগ উপস্থাপন করবেন বলেও জানান তিনি।

মূলত সৌদি ও আরব আমিরাতের সাহায্য আবেদনের প্রেক্ষিতে এই অঞ্চলে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফলে এই অঞ্চলে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা

উল্লেখ্য বছরের শুরুর থেকে পারমাণবিক বিষয় নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। এরই মাঝে সৌদি আরবের তেল স্থাপনায় হামলার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। এই হামলার দায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করলেও সৌদি আরব ও আমেরিকা হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে। কিন্তু ইরান প্রথম থেকেই এ হামলার দায় প্রত্যাখ্যান করে আসছে।

আরও পড়ুন: সৌদি ড্রোন হামলায় ইরান দায়ী: যুক্তরাষ্ট্র

এ সম্পর্কিত আরও খবর