'গরু' শুনলেই অনেকে চমকে ওঠেন, এটা দুর্ভাগ্যজনক: মোদি

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 22:17:40

‘গরু’ কিংবা ‘ওম’ শব্দগুলো শুনলেই চমকে ওঠেন অনেকে, এটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (১১ সেপ্টেম্বর) উত্তরপ্রদেশের মথুরায় এক রোগ প্রতিরোধ কর্মসূচিতে অংশ নিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি   একথা বলেন।

জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন  ‘‘কিছু মানুষ, যদি তারা ‘গরু' এবং ‘ওম'-এর মতো শব্দ শোনেন, তাহলে তাদের চুল খাড়া হয়ে যায়। তারা ভাবতে থাকেন দেশ ষোড়শ শতাব্দীতে ফিরে যাচ্ছে।

তিনি প্রশ্ন তুলেন, পশুদের ছাড়া গ্রামীণ অর্থনীতির কথা কী কেউ বলতে পারবেন?'' পরিবেশ ও প্রাণিকূল ভারতের অর্থনীতিতে সব সময়ই গুরুত্বপূর্ণ। আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগোতে পারব যদি প্রকৃতি ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমতা বিধান করতে পারি।'

প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

এই নতুন প্রকল্পে ৫০ কোটি পশুকে ‘ফুট অ্যান্ড মাউথ ডিজিজ'-এর প্রতিষেধক দিতে আগামী পাঁচ বছর ২০২৪ সাল পর্যন্ত যা খরচ হবে তার ১০০ শতাংশই (১২,৬৫২ কোটি রুপি) দেবে কেন্দ্র। পশুদের তালিকায় গরু, মোষ, ভেড়া, ছাগল ও শুয়োর রয়েছে। এছাড়াও এই কর্মসূচির অন্তর্গত ব্রুসেলোসিস অসুখের টিকাও দেওয়া হবে গরুদের।

এদিনের অনুষ্ঠানে এসে মোদি কথা বলেন কৃষক, পশু চিকিৎসক ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহকারীদের সঙ্গে। তিনি নিজে প্লাস্টিক বর্জ্য যারা সংগ্রহ করেন, সেই নারী কর্মীদের সঙ্গে বসে কথা বলেন। তাদের বোঝান এই কাজ কতটা গুরুত্বপূর্ণ। গরুর পেটে যাতে প্লাস্টিক না যায়, তাই এই কাজ সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি।

এ সম্পর্কিত আরও খবর