কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১০

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 21:00:35

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৪২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কাবুলের মার্কিন দূতাবাস ও ন্যাটো ভবনের কাছে এ হামলার ঘটনা ঘটে। 

কাবুলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বরাতে স্থানীয় সময় সকাল ১০টায় এ হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়। এ ঘটনায় ১০ জন বেসামরিক সেনা নিহতের বিষয়টিও নিশ্চিত করা হয়। 

এদিকে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র তালেবান গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়।  

এখন তালেবান গোষ্ঠীর সঙ্গে মার্কিন প্রতিনিধিদের শান্তি আলোচনা চলমান। তবে এ আলোচনা চলাকালীনও আফগানিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে তালেবান বিদ্রোহীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষের উপস্থিতি ছিল। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে। ন্যাটো এবং ইউএস সদর দফতরের চেক পয়েন্ট বরাবর লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়।

এ হামলার কিছু ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ফুটেজে ঘটনাস্থলের পার্শ্ববর্তী দোকান ও রাস্তায় রাখা গাড়িগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এদিকে সোমবার (২ সেপ্টেম্বর) কাবুলে তালেবানদের লক্ষ্য করা অপর একটি বোমা হামলায় ১৬ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হওয়ার ঘটনা ঘটে। 

এ সম্পর্কিত আরও খবর