হজের দ্বিতীয় দিনে আরাফাত ময়দানে বজ্রঝড়

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 11:40:32

সৌদি আরবের আরাফাত ময়দানে হজের দ্বিতীয় দিনে বজ্রঝড়ের কবলে পড়েছেন হাজীরা। ঝড় ও বজ্রপাতে পুরো আরাফাত শহর আক্রান্ত হয়।

শনিবার (১০ আগস্ট) হজের দ্বিতীয় দিন বিকাল আড়াইটা পর্যন্ত আরাফাত ময়দানে তীব্র গরম ছিল এবং বাতাসের আর্দ্রতা ছিল বেশি।

হঠাৎ করে কালো মেঘ পুরো আরাফাতের আকাশ ঢেকে ফেলে। কয়েক মিনিটের মধ্যেই প্রবল বর্ষণ শুরু হয়। এ সময় হাজীরা বৃষ্টির জন্য মোটেই প্রস্তুত ছিলেন না।

বজ্রঝড় থেকে বাঁচার জন্য হাজীরা আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন। এ সময় আরাফাত ময়দানের হঠাৎ প্রবল বৃষ্টির মুখে পড়েন অনেক হাজী।

আরাফাত ময়দানে হাজীরা যখন দোয়া ও অনুশোচনা প্রার্থনারত, ঠিক তখন এই ঝড় ও বজ্রপাতের কবলে পড়েন তারা।

আরও পড়ুন: আজ হজ: বিশ্ববাসীর দৃষ্টি আরাফাত ময়দানে

এ সম্পর্কিত আরও খবর