ক্যালিফোর্নিয়ায় পাহাড় ধসে নিহত ৩

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 05:26:33

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি সমুদ্র সৈকতের তীরবর্তী খাড়া পাহাড় ধসে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) সান দিয়াগো শহরের দক্ষিণে এনসিনিটাস নামের সমুদ্র সৈকতে স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ এ ঘটনা ঘটে।

স্থানীয় সময় বিকেল ৩টা নাগাদ এ ঘটনা ঘটে 

 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাইক স্টেইন জানায়, আহত দুইজন কে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও নিহতদের নাম প্রকাশ করেনি।

উদ্ধারকর্মীরা জানান, পাহাড়ের উপরে থাকা বাড়িগুলো বিপদ মুক্ত। তবে আহতদের উদ্ধার করতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ জায়গাটা নিরাপদ ছিল না। এমনকি পাহাড় ধসের সময় সৈকতে অনেক মানুষের ভিড় ছিল।

ক্যালিফোর্নিয়ার বনবিভাগের কর্মকর্তা ব্রেইন কেট্রার জানান, বছরে ক্যালিফোর্নিয়াতে চার থেকে সর্বোচ্চ আট বারের মতো ভূমি ধসের ঘটনা ঘটে। এটি প্রাকৃতিক দুর্যোগের একটি অংশ বলে বলেন তিনি।

এনসিনিটাস সমুদ্র সৈকতটি স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান। মূলত ছুটির দিনগুলোতে এই সৈকতটিতে বেশ ভিড় থাকে।

এ সম্পর্কিত আরও খবর