ইসরাইলের সঙ্গে সব চুক্তি বাতিল: মাহমুদ আব্বাস

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 20:13:42

ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

শুক্রবার (২৬ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্যটি নিশ্চিত করে।

সংবাদমাধ্যমে জানায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। মূলত জেরুজালেমের আল-কুদস শহরের সুরবাহ গ্রামের বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি। 

ইসরাইল কতৃক ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দেয়

 

বৈঠকে মাহমুদ আব্বাস বলেন, 'ইসরাইল ফিলিস্তিনির সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। তারা ফিলিস্তিনিদের হত্যা করেছে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে।' 

এদিকে মাহমুদ আব্বাস টুইটারে এক টুইট বার্তায় বলেন, 'জনগণের বিরুদ্ধে করা এই সহিংসতার কারণে আমরা ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির সমাপ্তি ঘোষণা করছি।'

তিনি আরও বলেন, একইসঙ্গে ইসরাইল-ফিলিস্তিনির 'নিরাপত্তা সহযোগিতা' চুক্তিও বাতিল করা হলো।'

এ সম্পর্কিত আরও খবর