ট্রাম্পকে 'বর্ণবাদী' বললেন থেরেসা মে

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 09:28:44

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক টুইটের নিন্দা জানিয়ে তাকে 'বর্ণবাদী' বলে তিরস্কার করেন।

সোমবার (১৫ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ট্রাম্পের করা টুইটে নারী সদস্যদের অবমাননা করার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন থেরেসা মে। 

সূত্র জানায়, রোববার (১৪ জুলাই) ট্রাম্প তার এক টুইটে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলের নারী সদস্যদের 'বিদেশি বংশোদ্ভূত' বলে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।

ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাট দলের নারী সদস্যদরা এমন দেশ থেকে এসেছেন যেখানে সবচেয়ে অযোগ্য ও দুর্নীতিবাজ সরকার ব্যবস্থা বিদ্যমান। এখন তারা বিশ্বের শ্রেষ্ঠ দেশে এসে বলছে আমাদের কিভাবে সরকার পরিচালনা করতে হবে। 

মার্কিন কংগ্রেসের বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যরা 

 

'তারা কেন ফিরে যাচ্ছে না এবং নিজেদের অপরাধ প্রবণ দেশগুলো ঠিক করার কাজ করছে না। ওখানে আপনাদের প্রয়োজন। যত দ্রুত সম্ভব চলে যান।'- বলেও তিনি তাগিদ দেন। 

মার্কিন কংগ্রেসের বিদেশি বংশোদ্ভূত নারী সদস্যদের কয়েকজন হলেন সোমালিয়ায় জন্মগ্রহণকারী ইলহান ওমর, ফিলিস্তিন থেকে আসা রাশিদা তালিব এবং পোর্টোরিকো বংশোদ্ভূত আলেক্সান্দ্রিয়া ওকাজিও কর্টেজ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের এই টুইটের সমালোচনা শুরু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর