গ্রীসের নির্বাচনে নিউ ডেমোক্রেসির জয়

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 19:01:00

গ্রীসের জাতীয় নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি জয়লাভ করেছে।

সোমবার (৮ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্রায় ৭৫ শতাংশ ভোট গণনা শেষে কাইরিয়াকোস মিটসোটাকিসের নিউ ডেমোক্রেসি পার্টি ৩৯.৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।  

অপরদিকে প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সিস টিসিপ্রাসের সাইরিজা পার্টি ৩১.৬ শতাংশ ভোট পেয়েছে।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন কাইরিয়াকোস

 

দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস একটি সাক্ষাৎকারে বলেন, 'ফলাফল নির্ধারিত হয়ে গেছে কিন্তু আমরা ফিরে আসব।' 

নব নির্বাচিত প্রধানমন্ত্রী কাইরিয়াকোস তার বিজয়ী ভাষণে বলেন, 'সবাইকে ধন্যবাদ। আমি জানি সামনের দিনগুলোতে অনেক বাঁধার সম্মুখীন হতে হবে। স্বচ্ছতা ও গণতন্ত্র গ্রীসের কণ্ঠকে ফিরিয়ে দেবে যা কিনা ইউরোপ থেকে শোনা যাবে।' 

সোমবার (৮ জুলাই) দুপুর ১ টায় কাইরিয়াকোস প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন।  

 

এ সম্পর্কিত আরও খবর