ইরানের তেলবাহী জাহাজ আটক, ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 03:19:51

ইরানের একটি তেলবাহী জাহাজ আটকের ঘটনায় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তেহরান।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ার দিকে যাওয়ার অভিযোগে জিব্রালটার প্রণালিতে ইরানের তেলবাহী ট্যাঙ্কারটিকে আটক করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ নৌবাহিনী।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে তেহরান। তাদের দাবি—যুক্তরাজ্য সম্পূর্ণ বেআইনিভাবে জাহাজটি আটক করেছে।

ট্যাঙ্কার আটককে অবৈধ আখ্যা দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, তেহরানে নিযুক্ত ব্রিটিশ দূত রবার্ট ম্যাকায়রিকে তলব করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালের দিকে ব্রিটিশ কর্তৃপক্ষ অপরিশোধিত তেলবাহী ওই জাহাজটি জিব্রালটার প্রণালি থেকে আটক করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, জিব্রাল্টার সরকারের অনুরোধে ইরানের জাহাজটি আটক করতে যুক্তরাজ্য থেকে সেখানে যায় নৌবাহিনীর প্রায় ৩০ জনের একটি দল। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই জাহাজটি আটক করা সম্ভব হয় বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছে ওই সূত্র।

এ সম্পর্কিত আরও খবর