এমএইচ১৭ বিমান দুর্ঘটনায় অভিযুক্ত চার

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 16:46:13

এমএইচ১৭ বিমান দুর্ঘটনায় ডাচ তদন্ত কর্মকর্তারা চারজন আসামিকে অভিযুক্ত করেছে।

২০১৪ সালের ২৮ জুলাই মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি প্লেন ক্রু’সহ ২৯৮ জন যাত্রী নিয়ে পশ্চিম ইউক্রেনে বিধ্বস্ত হয়।

এই ঘটনায় রাশিয়ার তিন নাগরিক আইগর গিরকিন, সার্জি ডাবিনিস্কি ও ওগেল পুলাটভ এবং ইউক্রেনের নাগরিক লিওনিদ কার্চেনকো'কে আসামি করে অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা ইউক্রেনে (রাশিয়ার সীমান্তে) তিনটি মিসাইল ছুঁড়ে বিমানটিকে বিধ্বস্ত করে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তারা দুই মিনিটের একটি অ্যামিনেটেড ভিডিও প্রকাশ করেছেন।

এদিকে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০২০ সালে ৯ মার্চ নেদারল্যান্ডের একটি আদালতে মামলার কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিধ্বস্ত প্লেনের যাত্রী এবং ক্রু সবাই নিহত হন। এর মাঝে প্রায় ৮০ শিশু ও ১৫ জন ক্রু ছিল।

এ সম্পর্কিত আরও খবর