ভারতজুড়ে চিকিৎসক ধর্মঘট

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 09:06:37

সমগ্র ভারতে ধর্মঘটের ডাক দিয়ে সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চিকিৎসকরা।

সোমবার (১৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়, ছয়দিনের বিক্ষোভ শেষে সরকারের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন চিকিৎসকরা। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের সাথে একাত্মতা জানিয়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বিভিন্ন জুনিয়র চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন।

সূত্র জানায়, চিকিৎসকরা হাসপাতাল, ক্লিনিক, নার্সিং হোম এবং ডায়গনস্টিক সেন্টারগুলোতে আউট-পেশেন্ট বিভাগ এবং বিকল্প অস্ত্রোপচারের মতো অপরিহার্য পরিষেবা দিতে উপস্থিত থাকবেন না।

গত রোববার (১৬ জুন) দুপুরে তাদের একজন সহকর্মীর সাথে অপব্যবহারের প্রতিবাদে সোমবার দুপুর থেকে মঙ্গলবার (১৮ জুন) সকাল ৬টা পর্যন্ত তারা কোনো দায়িত্ব পালন করবেন না। চিকিৎসা সেবা বন্ধ রাখার ঘোষণায় সমগ্র ভারত জুড়ে মানুষের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে।

গতসপ্তাহে কলকাতার এনআরডি হাসপাতালের এক রোগী মারা যাওয়ার পর তার স্বজনের দ্বারা কর্মরত চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির শুরু হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর