মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন ইমরান?

ভারত, আন্তর্জাতিক

মবিনুল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 05:58:58

ভারতের লোকসভা নির্বাচনে স্মরণাতীত জয় নিয়ে ফের ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র দামোদরদাস মোদি। গত বৃহস্পতিবার (২৩ মে) ঘোষিত ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) পায় ৩৫৩টি আসন। আগামী ২৯ বা ৩০ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে বিপুল জনসমর্থন নিয়ে ২০১৪ সালের ২৬ মে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। নজীরবিহীন ওই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রায় চার হাজার অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের চির বৈরী দেশ পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ছিলেন অন্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং প্রতিনিধিরা। ওই অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী। সে সময় শপথগ্রহণ অনুষ্ঠানটি সার্কের অঘোষিত সম্মেলন হয়ে ওঠে।

তবে মোদির এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান দাওয়াত পাবেন কি-না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কাশ্মির হামলায় ভারতীয় সেনাদের রক্তের দাগ এখনও শুকায়নি। তাই দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এ নিয়ে নানা গুঞ্জন চলছে।

ইমরান খানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন নরেন্দ্র মোদি। যদিও তিনি যাননি। কিন্তু সাবেক ক্রিকেটার ননভোজিৎ সিং সিধু ওই অনুষ্ঠানে গিয়েছিলেন, এর জন্য সমালোচিতও হয়েছিলেন।

নির্বাচনের আগেই নরেন্দ্র মোদির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন ইমরান খান। নরেন্দ্র মোদিকে ইতোমধ্যে অভিনন্দনও জানিয়েছেন তিনি। এখন মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ইমরান আমন্ত্রণ পান কি-না, তাই এখন দেখার বিষয়।

এ সম্পর্কিত আরও খবর