পরাজয়ের কারণ জানতে জরুরি বৈঠক ডেকেছেন মমতা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 17:39:20

ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে দলটির এমনই পরাজয় হয়েছে যে, দিল্লি জয় তো দূরের কথা, খোদ পশ্চিমবঙ্গেই কমেছে তৃণমূলের আসন। রাজ্যটির ৪২টির মধ্যে ১৮টি আসন পেয়েছে গেরুয়া শিবির। তৃণমূল জিতেছে ২২টি আসনে।

এমতাবস্থায় দলের সাংসদ থেকে শুরু করে বিধায়ক, দলীয় প্রার্থী এবং জেলার নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা। শনিবার (২৫ মে) সকালে কলকাতায় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ওই বৈঠক হবে।

বৈঠকে, দলের এমন পরাজয়ের কারণ নিয়ে আলোচনা হবে। ফল কেন এতটা খারাপ হলো, তা বোঝার চেষ্টা করবেন মমতা।

এর আগে লোকসভা নির্বাচনের ফল সম্পূর্ণ প্রকাশ হওয়ার আগেই টুইট করে প্রতিক্রিয়া জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেছিলেন, জয়ীদের অভিনন্দন। আমাদের ফল এরকম কেন হলো, তা আমরা খতিয়ে দেখব। পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর