শান্তি প্রতিষ্ঠায় মোদি-ইমরানের এক সুর

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 10:22:23

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ'র নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

অভিনন্দন টুইটে এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ভারত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহ জানান ইমরান। পাকিস্তান প্রধানমন্ত্রীর শান্তি আহ্বানে সাড়া দিতে ভুল করেননি দ্বিতীয়বার নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে বৈরী সম্পর্কের এই দুই দেশের সরকার প্রধান একে অপরকে টুইট করেন।

প্রথমে টুইট করেন পাকিস্তান প্রধানমন্ত্রী। তিনি টুইট বার্তায় বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র এমন জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে তার (নরেন্দ্র মোদি) সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’

জবাবে নরেন্দ্র মোদি রিটুইটে বলেন, ‘আপনার শুভেচ্ছা বাণীর জন্য উষ্ণ কৃতজ্ঞতা জানাই। আমি সবসময়ই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নকে প্রাধান্য দিয়ে থাকি।’

উল্লেখ্য এবারের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনে বিজেপি ৩৫১ আসনে জয়লাভ করে। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৯২ আসনে নিজেদের দখলে নিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর