আমেথিতে হারলেও ওয়ানাডে রাহুলের বিশাল জয়

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 22:48:56

এবারের লোকসভা নির্বাচনে দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আসনগুলো হলো উত্তরপ্রদেশের আমেথি ও কেরালার ওয়ানাডে।

ইতোমধ্যেই আমেথিতে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছেন রাহুল। তবে ওয়ানাডে বিপুল ভোটে জয় পেয়েছেন।

স্মৃতি ইরানির কাছে মাত্র চার হাজার ৭৭৩ ভোটে ব্যবধানে হারেন তিনি। এই আসনে বিজেপি প্রার্থী পেয়েছেন ৭৬ হাজার ৭৯২ ভোট, বিপরীতে কংগ্রেস সভাপতি পান ৭২ হাজার ১৯ ভোট।

তবে ওয়ানাডেতে রাহুলের ধারে কাছেও কেউ নেই। পাঁচ লাখ ২১ হাজার ৫৯৮ ভোট পান। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী পি পি সুনার পেয়েছেন এক লাখ ৯৫ হাজার ৫১৫ ভোট।

এখন পর্যন্ত ভোট গণনায় বেশ এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এতে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মোদি সরকার।

প্রায় তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে এনডিপি। বিপরীতে শতাধিক আসনে জয়লাভের অপেক্ষায় রয়েছে কংগ্রেস।

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের ২৭২টি পেলেই একটি দল বা জোট সরকার গঠন করতে পারে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ধাপ গত ১৯ মে শেষ ধাপের ভোট সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর