উত্তরপ্রদেশে রাহুল-সোনিয়া ছাড়া কংগ্রেসের সবাই পিছিয়ে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 15:12:12

ভারতের লোকসভা নির্বাচনে একটি কথা প্রচলিত রয়েছে, উত্তরপ্রদেশ যার, ভারতের ক্ষমতা তার। কারণ দেশটির এই রাজ্যেই সর্বোচ্চ ৮০টি আসন রয়েছে। এবারও এই রাজ্যে নিরঙ্কুশ জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি।

বিপরীতে কংগ্রেসের সোনিয়া গান্ধী ও ছেলে রাহুল গান্ধী ছাড়া দলটির আর কেউই এই রাজ্যে কেউই এগিয়ে নেই। এতে উত্তর প্রদেশের পাশাপাশি গোটা ভারতের ক্ষমতা বিস্তার করতে পারেনি কংগ্রেস।

রাজ্যের আমেথি থেকে রাহুল আর রায় বারেলি থেকে মা সোনিয়া গান্ধী জয়ের অপেক্ষায় রয়েছেন। উত্তরপ্রদেশে ৮০ আসনের মধ্যে বিজেপি ৫৬ কংগ্রেস ২ জোটের শরিক ও স্বাধীন দলগুলো পেয়েছে ২২টি আসন।

তবে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে আরও কয়েকটি আসন পেতে পারে বলে ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

যদিও ২০১৪ সালের নির্বাচনে বিজেপি এই রাজ্যে ৭৩টি আসন পেয়েছে। এবার ১৭টি আসন কমলেও এই রাজ্যে দাপট কমবে না বিজেপির।

লোকসভা নির্বাচনের ৫৪২ আসনের মধ্যে ৩২১ আসনে জয় লাভ করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ১১১ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাধীন দলগুলো পেয়েছে ১০৯ আসন পেয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা।

এ সম্পর্কিত আরও খবর