'ক্রাইস্টচার্চ হামলার প্রতিশোধ শ্রীলঙ্কায়'

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 14:46:11

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার প্রতিশোধ হিসেবে শ্রীলঙ্কায় হামলা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়য় বিষয়ক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রুয়ান বিজবর্ধনে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) শ্রীলঙ্কার সংসদের এক অধিবেশনে জানান তিনি এ তথ্য জানান।

স্থানীয় উগ্রপন্থী একটি ইসলামিক গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে বলেও জানান তিনি।

রুয়ান বিজবর্ধনে বলেন, ‘হোটেল এবং ধর্মীয় স্থানগুলো টার্গেট করে তারা আত্মঘাতী হামলা চালিয়েছে। হামলাকারীরা এমনভাবে হামলা করেছে, তারা সর্বোচ্চ ধ্বংস নিশ্চিত করার চেষ্টা করেছে।‘

তিনি আরও বলেন, ‘এটা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার একটি প্রতিশোধ ছিল। যে হামলায় বহু ইসলাম ধর্মের অনুসারী নিহত হয়।‘
সংসদে তিনি জানান, এই হামলায় এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৮ জন বিদেশি নাগরিক।

উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কার তিনটি গির্জায় ও হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও খবর