লোক নেই, ভরসা গাধা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 05:52:32

ভারতের কোট্টুর গ্রামে ভোটারের সংখ্যা মাত্র ৭০০। আর এই ৭০০ লোকের ভোট দেয়া নির্ভর করে ৪টি গাধার উপর। পেন্নাগারামের ধর্মপুরী লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোট্টুর গ্রামে নেই গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তা। সে কারণে নির্বাচনী জিনিসপত্র পৌঁছে দেয়ার জন্য ব্যবহার করা হয় চারটি গাধা। রজনী, কমল অজিত ও বিজয় নামেই এই গাধা চারটি পরিচিত।

কোট্টুর গ্রামে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য ১৯৭০ সাল থেকেই গাধার উপরই আস্থা রাখছে ভারতের নির্বাচন কমিশন। এই চারটি গাধার পিঠে করেই পাঠানো হয় ইভিএম সামগ্রী।

গাধার মালিক বাসিন্দা সি চিন্নাস্বামী জানান, ১৯৭০ সাল থেকেই তিনি নির্বাচনের কাজ করছেন। একদিনের হিসেবে গাধা প্রতি ২ হাজার টাকা আয় করেন তিনি।

বুধবার এই গাধার পিঠে করেই নির্বাচনের সব সামগ্রী পৌঁছে দেয়া হয়। পরের দিন ভোট শেষে ৪ ঘণ্টার পথ অতিক্রম করে ইভিএম গুলো শহরে পৌঁছে দেয় গাধাগুলো। সেখান থেকেই সরকারি গাড়িতে ইভিএম গুলো নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর