অন্যের সার্বভৌমত্বে সম্মান দেখাতে হবে, পাকিস্তানকে চীন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 14:46:21

আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব পড়ে এমন কোনো পদক্ষেপকে চীন সমর্থন করবে না। একই সঙ্গে, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছে দেশটি।

পাক-ভারতের চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি’র সঙ্গে ফোনালাপ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ নিয়ে দ্বিতীয়বারের মত চীনের মন্তব্য জানা গেল। তবে ওই ফোনালাপের বিস্তারিত আর জানা যায়নি।

এর আগে বুধবার (২৭ ফেব্রুয়ারি) চীনের উজেন শহরে অনুষ্ঠিত তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে কাশ্মীর ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনকে অবহিত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সে সময় সুষমা স্বরাজ বলেছিলেন, ভারত আর বিষয়টিকে এগিয়ে নিতে চায় না। একই সঙ্গে, ভারত এ বিষয়ে সংযম প্রদর্শন করবে এবং দায়িত্বশীল আচরণ করবে।

এরপর বৃহস্পতিবার বিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আটক ভারতীয় পাইলট অভি নন্দন বর্তমানকে শুক্রবার (১ মার্চ) মুক্তি দেওয়া হবে বলে জানান।

সূত্র: এনডিটিভি

এ সম্পর্কিত আরও খবর