বিশ্বের দরবারে ভারত একাই লড়বে: মোদী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 18:23:01

সেনা জওয়ানদের প্রতি দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেছেন, ‘বিশ্বের দরবারে ভারত একা মাথা তুলে দাঁড়াবে, সব দায়িত্ব পালন করবে, একাই লড়বে এবং একাই জিতবে। শত্রুপক্ষ যখন সন্ত্রাসী অবস্থার সৃষ্টি করে তখন ধরে নেওয়া যায় তারা ভারতের উন্নয়নকে স্তব্দ করে দিতে চায়। আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে থাকা। কোনভাবেই যাতে উন্নয়ন বন্ধ না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যে দায়িত্বে আছেন তা ভালভাবে পালন করুন, তাহলেই ভারত এগিয়ে যাবে।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের দল বিজেপির বুথ স্তরের (তৃনমূল) কর্মীদের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

তবে দেশের সংকটকালে নিজের দলের কর্মী সমাবেশে বক্তব্য রাখায় প্রধানমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছেন বিরোধী দলেগুলোর অনেক নেতারা।

কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভিকে জানিয়েছেন, দেশ এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পাইলটকে দেশে ফিরিয়ে আনতে হবে। সবাই তাকে নিয়ে ভাবছে। আর আপনি (মোদী) দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার জন্য চিন্তিত।’

পুলওয়ামার জঙ্গি হামলার পর সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একই সঙ্গে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেসের পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী কমিটির বৈঠক বাতিল করা হয়েছে।

মোদীর সমালোচনা করেছেন আম আদমী পার্টির নেতা সঞ্জয় সিংও। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘সব বিরোধী দল জাতীয় নিরাপত্তা নিয়ে চিন্তিত। দিল্লির মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষমতা বাড়াতে যে অনশন করবেন বলে জানিয়েছিলেন তা বাতিল করা হয়েছে। কংগ্রেসও কার্যনির্বাহী সমিতির বৈঠক করছে না। আর এই সময় বুথ কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনকে শক্তপোক্ত করার কাজ করছেন মোদী।’

এ সম্পর্কিত আরও খবর