আমাদের এক পাইলট নিখোঁজ: ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 12:32:55

'আমাদের একজন পাইলট নিখোঁজ আছে। পাকিস্তান দাবি করেছে, তারা একজন ভারতীয় পাইলটকে আটক করেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।'

বুধবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সময় বিকেল সোয়া তিনটায় দিল্লিতে ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র রাভিশ কুমার যৌথ মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন। লিখিত বক্তব্যের পর তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

লিখিত বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘বুধবার সকালে জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার আকাশ সীমায় ভারত-পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ হয়। পাকিস্তানিরা আমাদের দেশের মধ্যকার সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে চাইলেও আমরা আকাশেই তাদের প্রতিহত করে তাদের উদ্দেশ্য নস্যাৎ করে দিয়েছি।'

তিনি বলেন, ‘এই আকাশযুদ্ধে আমরা পাকিস্তানের একটি ফাইটার জেট (এফ-১৬) ভূপাতিত করেছি। অন্যদিকে দুঃখজনকভাবে আমাদের একটি মিগ-২১ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে ও একজন পাইলট নিখোঁজ আছে।'

জানা গেছে, ১৯৭১ সালের যুদ্ধের পর আবারো আকাশে মুখোমুখি যুদ্ধ হলো পারমানবিক শক্তিসমৃদ্ধ দুই দেশের বিমানবাহিনীর।

সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর