বন্যার পর অস্ট্রেলিয়ার নতুন আতঙ্ক সাপ-কুমির

অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:12:43

অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলের কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যার পর দেখা দিয়েছে নতুন সমস্যা। বন্যার পানিতে ভেসে বেড়াচ্ছে কুমির থেকে শুরু করে ছোট বড় বিষাক্ত সব সাপ। এতে করে আটকে পড়া স্থানীয় বাসিন্দারা বেশ আতঙ্কে রয়েছেন।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, বাঁধ খুলে দেওয়ায় প্রবল বেগে পানি ছুটে চলায় কুমির থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে করে স্থানীয়দের মধ্যে এক প্রকার ভীতির সঞ্চার হয়েছে। স্থানীয়দের অনেকেই পানিতে কুমির চলাচল করতে দেখেছেন বলে জানিয়েছেন।

এদিকে, স্থানীয় কর্তৃপক্ষের মতে পানি দ্রুত কমে গেলেও যে বিপদ কাটবে না সেটাই মনে করছেন তারা। পানি কমে গেলে বাসা বাড়িতে আশ্রয় নেওয়া সাপগুলো যেকোনো জায়গায় লুকিয়ে থাকতে পারে বলেই মনে করছেন অনেকে। আবার ছোট ছোট জলাশয়গুলোতে কুমির আটকে পড়তে পারে বলেও মনে করছেন তারা।

এ সম্পর্কিত আরও খবর