ভেনেজুয়ালায় সৈন্য মোতায়েন 'বিকল্প পন্থা': ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বারতা২৪.কম | 2023-08-27 22:51:00

ভেনেজুয়েলাতে চলমান সংকট নিরসনে সেখানে মার্কিন সৈন্য পাঠানো একটি ‘বিকল্প পন্থা’ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৩ ফেব্রুয়ারি) সিবিএস ফেইস দ্যা নেশন প্রোগ্রামে ভেনেজুয়েলা সংকটে মার্কিন সৈন্য ভূমিকার প্রশ্নে তিনি এ কথা জানান।

ট্রাম্প বলেন, ‘আমি এটা বলতে চাই না যে আমরা সেখানে সৈন্য পাঠাবো। তবে বর্তমান পরিস্থিতিতে এটা একটা বিকল্প পন্থা হতে পারে।’

তিনি আর বলেন, ‘এখন পর্যন্ত আমি সেখানে সৈন্য পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় নি। কারণ সেখানে অনেক ভয়ানক কর্মকাণ্ড চলছে।’

ভেনেজুয়েলাতে সরকার গঠন নিয়ে চলমান সংকটে যুক্তরাষ্ট্র দেশটির বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদোকে সমর্থন করে আসছে। যে কিনা গত ২৩ জানুয়ারি থেকে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ঘোষণা দিয়েছে। বিপরীতে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য মার্কিন সরকারের পক্ষ থেকে হুশিয়ারি দেয়া হচ্ছে।

এদিকে গুইদোর অনুরোধে ভেনেজুয়েলাতে মানবিক সহায়তা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ সংকট থেকে উত্তরণ না হলে হয় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেকে ক্ষমতাধর রাষ্ট্র সেখানে সৈন্য মোতায়েন করার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর