ফিলিপাইনে চার্চের বাইরে বিস্ফোরণ, নিহত ১৯

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 21:18:42

ফিলিপাইনের জোলো দ্বীপে ক্যাথলিক চার্চের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন মারা গেছেন। রোববার পরপর দুইটি বোমার এই বিস্ফোরণে অর্ধশতাধিক আহত হয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের ওই দ্বীপে মুসিলম সশস্ত্র যোদ্ধারা সক্রিয় রয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী সুলুতে অবস্থিত রোমান ক্যাথলিক ও চার্চের বাইরে প্রথমে একটি বোমা বিস্ফোরিত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করলে চার্চের বাইরে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটে।

দেশটির পুলিশ প্রধান অস্কার আলবায়ালডে জানিয়েছেন, হতাহতদের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সাধরণ মানুষ উভয়ই আছেন।

এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা ডেলফিন লরেনজানা জানিয়েছেন, ঘটনার পর দ্বীপটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জোলো দ্বীপে আবু সাইফ বাহিনীর তৎপরতা রয়েছে। এই বাহিনীকে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন আগেই কালো তালিকায় রেখেছে। এই বাহিনীর বিরুদ্ধে বোমা হামলা, অপহরণ, হত্যাসহ বহু অপরাধের অভিযোগ রয়েছে। সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত আরও খবর