বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় শাস্তি পাচ্ছেন দেগুইতা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 07:04:19

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিসহ সর্বমোট ৮টি রিজার্ভ চুরি করে ৮১ মিলিয়নের বেশি মার্কিন ডলার পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং ক্রপ (আরসিবিসি) এর সাবেক ম্যানেজার মাইয়া দেগুইতা।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালত প্রত্যেকটি মামলায় তাকে ৪-৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ১০৯ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই নিশ্চিত করেছে।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভ থেকে টাকা হাতিয়ে নেয় অজ্ঞাতরা। সে সময় আরসিবিসি ব্যাংকের ম্যানেজার ছিলেন দেগুইতা। এছাড়াও দেগুইতার চারটি একাউন্টের মাধ্যমে সর্বমোট ৮১ মিলিয়ন মার্কিন ডলার হাতিয়ে নেন।

এতে তার বিরুদ্ধে অভিযোগ আনলে দেশটির সর্বোচ্চ আদালত আজ এই রায় দেয়।

এ সম্পর্কে দেগুইতা বলেন, ‘আমি অন্যায় কিছু করিনি। আমি যদি এটা স্বপ্ন হিসেবে দেখি, দয়া করে আমাকে জাগিয়ে দাও।'

এ সম্পর্কিত আরও খবর