রাবিতে চারুকলার ৪০ বছর পূর্তি উৎসব শুরু

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 19:59:04

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের দু’দিনব্যাপী ৪০ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষদ চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ।

এর আগে বেলা ১১টায় চারুকলা মঞ্চে শিক্ষার্থীদের সমবেত সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের শিক্ষক একে মো. ময়নুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক বলেন, ‘আমি ও কামাল লোহানীসহ আরও কিছু ব্যক্তি প্রথম থেকেই চারুকলার সঙ্গে যুক্ত। শুরুর দিকে কোথাও বসার জায়গা ছিল না। তখন আর্টস বিল্ডিংয়ে আমার কক্ষে ১০-১২ ছাত্র বসে ক্লাস করত। এখানে অল্প সময়ে সেই ইতিহাস তুলে ধরা সম্ভব নয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক তরুণ ঘোষ, প্রতিষ্ঠাতা সম্পাদক এমএ কাইয়ূম, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া আসন, অনুষদের তিনটি বিভাগের সভাপতি অধ্যাপক সুশান্ত কুমার অধিকারী, সভাপতি অধ্যাপক মো. ফজলুল করিম ও অধ্যাপক এসএম জাহিদ হোসেন প্রমুখ।

দুপুরে চারুকলা অনুষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর চারুকলা চত্বরে সাবেক শিক্ষক, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও শিল্পী-সাহিত্যিকরা স্মৃতিচারণ করেন। বিকেলে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়। আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকালে জাদু প্রদর্শনী, বৃন্দ উপস্থাপন, বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেলে বাউল গানের মাধ্যমে এ উৎসব শেষ হবে।

এ সম্পর্কিত আরও খবর