ঢাবিতে ফুল-কলম নিয়ে আবারও ভর্তিচ্ছুদের পাশে ছাত্রদল

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:05:42

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানোর মাধ্যমে নিজেদের কর্মসূচি পালন করেছে ছাত্রদল। প্রায় ১২ দিন পর গত শুক্রবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢুকতে পারে ছাত্রদল। তাঁদের অভিযোগ গত দিনের মত আজকেও পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে তাঁদের অভিযোগ।

শনিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছাত্রদল এ কর্মসূচি পালন করে। এসময় আশপাশে ছাত্রলীগ নেতাকর্মীরা থাকলেও কোনো বাধা দেওয়া হয়নি বলে জানান ছাত্রদলের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়ার যে ঐতিহ্য তা আমরা ধারাবাহিকভাবে পালন করে আসছি। আজও ক্যাম্পাসে পালন করেছি। ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের সামনে ছিলেন। তারা আমাদের তাড়াতাড়ি কর্মসূচি পালন করতে বললে আমরা তাদের বলি, আপনারা আপনাদের কর্মসূচি পালন করেন আমরা আমাদেরটা পালন করি। আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্রদলের এ নেতা।

এদিকে, কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান।

তিনি বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিতে গেলে পুলিশ আমাদের বাধা দেয়। তারা আমাদের দ্রুত কর্মসূচি শেষ করতে বলে। আমরা বলেছি আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ সংগঠন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে এসেছি। ক্যাম্পাসে বিশৃঙ্খলা করা নয়, কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেটি নিশ্চিত করতে এসেছি। স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এ বাধা প্রমাণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিয়ন্ত্রিত, বলে অভিযোগ করেন আমান।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মোট ৫৮ হাজার ৫৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ইউনিটটিতে এ বছর আসন রয়েছে ১ হাজার ৭৮৮টি। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় প্রায় ৩৩ জন শিক্ষার্থী।

এ সম্পর্কিত আরও খবর