কুমিল্লা-৬: ‘ভোট দিতে যাবার আগে চিন্তা করবো’



মুজাহিদুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
কুমিল্লা-৬ আসনের ভোটের হালচাল/ ছবি: বার্তা২৪.কম

কুমিল্লা-৬ আসনের ভোটের হালচাল/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুমিল্লা থেকে: বুধবার রাত সোয়া ৮টা। কুমিল্লা রেইসকোর্স এলাকা। ঢাকায় ফেরার পথে প্রাইভেট কার থামিয়ে কিছুক্ষণের যাত্রা বিরতি। রাতের ঝলমলে আলোয় একটু ঘোরাঘুরি। বুঝতে চেষ্টা করছিলাম এখানকার ভোটারদের মধ্যে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ভোট নিয়ে কতটা আগ্রহ।

সময় স্বল্পতার কারণে গ্রামের ভোটার কিংবা শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সুযোগ না হলেও স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কিছু সময় কথা হয়। আলাপচারিতায় উঠে আসে কুমিল্লা-৬ আসনে ভোটারদের মনোভাব ও ভোট দিতে পারা না পারার নানা আশঙ্কার কথা।

রেইসকোর্স এলাকায় একটি হার্ডওয়ার দোকানে তিন জন বৃদ্ধকে পরিবার, পরিবেশসহ নানা বিষয়ে আলাপরত দেখা গেল। তাদের কাছে প্রশ্ন ছিল, এখানকার ভোটের খবর কী?

তাদের একজন আব্দুল হালিম। বয়স ৬০ এর কোটায়, পেশায় ব্যবসায়ী। তিনি এই প্রতিবেদককে বলেন, ‘একটি দল (আওয়ামী লীগ) প্রচার প্রচারণা করছে, কিন্তু অন্য দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন, এলাকায় থাকতে পারে না। এমন হলে ভোটকেন্দ্রে যাওয়ার আগে চিন্তা করতে হবে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Dec/20/1545305232875.gif

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ৫৭ বছর বয়সী শহিদুল হকও উপস্থিত ছিলেন ঐ আলাপচারিতায়। তিনি বলেন, ‘‍এখন পরিস্থিতি এমন হয়েছে, সামনে এক পা ফেলার আগে অনেকবার ভাবতে হয়। সামনে যাবো কি যাবো না। তাই পরিবেশ পরিস্থিতি দেখে তবেই ভোটকেন্দ্রে যাবো।’

তবে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ঢুকতেই মাইকিং করতে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে। শহরের প্রত্যেকটি এলাকায় নৌকার প্রার্থীর পাশাপাশি ধানের শীষ প্রতীকের ব্যানার-পোস্টার টাঙানো চোখে পড়েছে।

ফুটপাতে শীতের কাপড় কেনায় ব্যস্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার সাজেদা বেগম বলেন, ‘‍নৌকার প্রার্থীর লোকজন বেশ কয়েকবার আামদের এলাকায় এসেছেন, ভোট চেয়েছেন। তবে ধানের শীষের কেউ আসেননি। ভোট নিয়ে তেমন আগ্রহ নেই। নিরাপত্তা ঠিক থাকলে ভোটকেন্দ্রে যাবো।’

স্থানীয় এক সিএনজি চালক জানালেন, বিএনপির কর্মী সমর্থকরা গ্রেফতার এড়াতে গোপনে কাজ করছেন। গভীর রাতে বাড়ি বাড়ি ভোট চাইছেন। যেসব এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থক বেশি সেসব এলাকা এড়িয়ে চলছেন।

সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্প অফিস রয়েছে। কিন্তু বিএনপির কোনো অফিস চোখে পড়েনি।

বেশ কয়েকজন পথচারীর সঙ্গে কথা বলতে চাইলে রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে গেছেন। তাদের একজন বললেন, ‘রাজনীতির আলাপ করা যায় না। বুঝেন না অবস্থা? ভালোই ভালোই নির্বাচনটা হলেই বাঁচি। ক্ষমতায় কে গেলো না গেল তা বুঝি না। কেউ তো আর খেতে দেবে না, নিজের কাজ করেই খেতে হবে।’ তাই গ্যাঞ্জাম- মারামারি ছাড়াই একটি ভোট হোক- এমনটাই চাওয়া কুমিল্লা-৬ আসনের সাধারণ ভোটারদের।

এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহার উদ্দীন, ধানের শীষ প্রতীকে হাজী আমিন উর রশিদ ইয়াছিন, জাকের পার্টির আবুল হোসেন মজুমদার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ তৈয়ব।

উল্লেখ্য, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা নিয়ে কুমিল্লা-৬ আসন। যেখানে মোট ভোটার চার লাখ ১৫ হাজার ৮০১ জন; এর মধ্যে নারী ভোটার দুই লাখ সাত হাজার ৮০১ ও পুরুষ ভোটার দুই লাখ আট হাজার।

   

চেয়ারম্যান প্রার্থীর বোনকে সহকারী প্রিজাইডিং অফিসার থেকে প্রত্যাহার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমানের আপন বোন হওয়ায় তাসলিমা খাতুনকে সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া তাসলিমা খাতুন হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।

হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিজুল ইসলাম জানান, সকাল ৮টা থেকে তার কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট চলছিল। এমতাবস্থায় সহকারী প্রিজাইডিং অফিসার তাসলিমা খাতুনের সম্পর্কে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সাথে সাথে তাকে প্রত্যাহার করা হয় এবং তার স্থলে অখিল কুমার মন্ডলকে দায়িত্ব দেয়া হয়েছে।

তিনি আরও জানান, সহকারী প্রিজাইডিং অফিসার তাসলিমা খাতুন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী চিংড়ি প্রতীকের সরদার মশিয়ার রহমানের আপন বোন। বর্তমানে সেখানে সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে বলেও দাবি করেন তিনি।

তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগে ভিত্তিতে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং তার স্থলে অন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে।

;

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার, ৮ জনকে জরিমানা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার, ৮ জনকে জরিমানা

ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার, ৮ জনকে জরিমানা

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের শ্রীপুরে একটি ভোট কেন্দ্রে মোবাইলফোন ব্যবহারের অভিযোগে আনারস প্রতীকের এক এজেন্টসহ ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে৷ নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত এজেন্ট জাহিদ হাসান (২৪), তিনি বৈরাগীচালা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোফাকখার হোসেন বলেন, নিয়ম না মেনে ভোটকক্ষে মোবাইল ফোন রেখেছিলেন জাহিদ হাসান। তাই আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকেসহ মোট ৮ জনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

;

রামগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করতে গিয়ে ইউপি চেয়ারম্যান আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করতে গিয়ে জাবেদ হোসেন নামের এক ইউপি চেয়ারম্যান আটক হয়েছেন। তিনি উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মঙ্গলবার (২১ মে) দুপুর সোয়া ২টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ১০টার দিকে ভাদুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর কিছুক্ষণ তাকে কেন্দ্রের সামনে বসিয়ে রাখা হয়। পরে তাকে থানায় পাঠানো হয়েছে। প্রায় ৪ ঘণ্টা ধরে তিনি থানায় বসিয়ে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আটক জাবেদ চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) হয়ে কাজ করছেন। তার পক্ষে জাবেদ কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করছিল। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে কেন্দ্রে পৃথক স্থানে বসিয়ে রাখে।

দুপুরে থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান জাবেদ হোসেন বলেন, আমি কোনো প্রভাব বিস্তার করিনি। কেন্দ্রটি আমার বাড়ির সামনে। বাড়ি থেকে বের হয়ে কেন্দ্রে গেলে আমাকে থানায় নিয়ে আসা হয়। তবে কি জন্য থানায় এনেছে তা জানেন না বলে জানিয়েছেন তিনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ভোটকেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান জাবেদকে আটক করেছেন। পরে তাকে থানায় আনা হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।

;

সিলেটে বড় ভাইয়ের ভোট দিতে এসে ছোট ভাই আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় ধাপে সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে বড় ভাইয়ের ভোট দিতে এসে জামিল হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি তার বড় ভাই কামরান হোসেনের (২৪) ভোট দিতে এসেছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর দেড় ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জামিল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও কামরান হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বড় ভাইয়ের ভোট দিতে আসলে পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন, তখন কেন্দ্রে দায়িত্বরত এস আই আব্দুল মন্নান তাকে আটক করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আটককৃত যুবককে তার গাড়িতে করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন- ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ডা. নাহিদ হাসনাইন।

তিনি জানান, জাল ভোট দিতে এলে ওই যুবককে আটক করা হয়।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনঞ্জিত কুমার চন্দ্র বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

;