সিলেটে বড় ভাইয়ের ভোট দিতে এসে ছোট ভাই আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দ্বিতীয় ধাপে সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে বড় ভাইয়ের ভোট দিতে এসে জামিল হোসেন নামে এক যুবক আটক হয়েছে। তিনি তার বড় ভাই কামরান হোসেনের (২৪) ভোট দিতে এসেছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর দেড় ১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত জামিল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও কামরান হোসেনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক বড় ভাইয়ের ভোট দিতে আসলে পোলিং এজেন্টরা প্রিসাইডিং অফিসারকে অবহিত করেন, তখন কেন্দ্রে দায়িত্বরত এস আই আব্দুল মন্নান তাকে আটক করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আটককৃত যুবককে তার গাড়িতে করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন- ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ডা. নাহিদ হাসনাইন।

তিনি জানান, জাল ভোট দিতে এলে ওই যুবককে আটক করা হয়।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনঞ্জিত কুমার চন্দ্র বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।