শোভন-রাব্বানীতে বিরক্ত প্রধানমন্ত্রী, কমিটি বাতিলের নির্দেশ!



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
শোভন-রাব্বানী। ছবি: সংগৃহীত

শোভন-রাব্বানী। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছাত্রলীগের শোভন-রাব্বানীর নেতৃত্বাধীন কমিটির কর্মকাণ্ডে বিরক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান কেন্দ্রীয় কমিটির নামে একাধিক অভিযোগ জমা পড়েছে প্রধানমন্ত্রীর টেবিলে। দলের সিনিয়র কেন্দ্রীয় নেতারাও শোভন-রাব্বানীর ওপর বিরাগভাজন। অবশেষে বিরক্ত হয়ে প্রধানমন্ত্রী কমিটি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ ইচ্ছা ব্যক্ত করেন বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত সূত্র জানায়, বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সাংগঠনিক অক্ষমতা, কমিটি গঠনে বিলম্ব করা, ঘুম থেকে দেরি করে ওঠা, দলীয় সব কর্মসূচিতে অংশ না নেওয়া, জামায়াত-শিবিরের কর্মীদের অনুপ্রবেশ করানো, মাদক সেবনের মতো গুরুতর অভিযোগ পেয়েছেন তিনি। সেসব নিয়ে আলোচনার এক পর্যায়ে ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতাদের ওপর তিনি ভীষণ ক্ষুব্ধ হয়ে কমিটি ভেঙে দিতে বলেছেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বৈঠকে উপস্থিত এক নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন আমি ছাত্রলীগের এমন নেতা চাই না, যাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ পর্যন্ত উঠেছে।’

সূত্র জানায়, ছাত্রলীগের ওপর প্রধানমন্ত্রীর ক্ষোভের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী গণভবনে শনিবার তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও দেখা দেননি তিনি। উপস্থিত কেন্দ্রীয় নেতারা তখন দুজনকে গণভবন থেকে চলে যেতে বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের দুই নেতাকে সামনে পেয়ে সবার সামনেই ‘তিরস্কার’ করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘চলে যাও এখান থেকে।’

উল্লেখ্য, গত ১৩ মে সম্মেলনের এক বছরের মাথায় ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনটির ভেতর থেকেই নানা সমালোচনা চলছিল। এরআগে ২০১৮ সালের ১২ ও ১৩ মে সম্মেলনে কমিটি করতে ব্যর্থ হয় ছাত্রলীগ।

   

উপজেলা ভোট

ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কম: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে গণনা।

নির্বাচনে ভোটের শুরু থেকেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল ভোটার উপস্থিতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের জানান, প্রথম ধাপের নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি জানান, বর্ষা মৌসুম, ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কম ছিলো।

;

অস্ত্র মামলায় মসিক কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে অস্ত্র মামলায় সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মসিক কাউন্সিলর রাশেদুজ্জামান নোমানকে (৪২) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ মে) দুপুরে ময়মনসিংহের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নব বেগম এই রায় ঘোষণা করেন।

রাশেদুজ্জামান নোমান ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর। তিনি নগরীর গন্ডপা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ‍্যাড. মো. হযরত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কোতোয়ালি মডেল থানার একটি অস্ত্র মামলায় আদালতের বিজ্ঞ বিচারক এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

;

উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল।

বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন ভবনে গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে ভোট পড়েছে।

ভোট কম পড়ার বিষয়ে তিনি বলেন, বর্ষা মৌসুম, ধান কাটার কারণে হয়তো ভোটার উপস্থিতি কম ছিলো।

;

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে সহায়তা করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮ মে) বিকেলে গণভবনে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান সৌজন্য সাক্ষাতে গেলে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বাড়ছে। যা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ট্রেভেলিয়ান কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো উত্থাপন করলে শেখ হাসিনা বলেন, ক্যাম্পে লোকজনের ভিড় বেশি। তাই এসব সুবিধা ক্যাম্পে নিশ্চিত করা অসম্ভব। তবে তিনি বলেন, সরকার রোহিঙ্গাদের জন্য ভাসানচর দ্বীপে সব সুযোগ-সুবিধাসহ ঘর নির্মাণ করেছে।

ভাসানচরের সুবিধার মধ্যে রয়েছে আবাসন, স্বাস্থ্যসেবা পরিষেবা এবং কর্মসংস্থানের সুযোগ, বলেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটেনকে বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সুবিধার্থে সরাসরি বিনিয়োগের জন্য তিনি ব্রিটেনকে বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জায়গা দেওয়ার প্রস্তাব দেন।

ব্রিটেনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্রিটেনের সাথে একটি এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) স্বাক্ষর করতে পারে।

শেখ হাসিনা বলেন, আমরা চাই কেউ যেন অবৈধভাবে বিদেশে না যায়। এ লক্ষ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।

;