ঈদের বিকেলে ঘোরাঘুরিতে আনন্দ নগরবাসীর



রেজা-উদ্-দৌলাহ্ প্রধান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪
হাতিরঝিলে মানুষের ভিড়, ছবি: বার্তা

হাতিরঝিলে মানুষের ভিড়, ছবি: বার্তা

  • Font increase
  • Font Decrease

'আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে
জানি নে, জানি নে'

এই রবীন্দ্র সঙ্গীত যে কোনো প্রকৃতিপ্রেমীর মননে বেজে ওঠে। কিন্তু এবার সেটি কিছুটা আগেই ধরা দিল। ঈদের দিন যেখানে বেজে ওঠার কথা নজরুলের সেই বিখ্যাত গান ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ সেখানে মানুষের মনে ঠোঁটে জায়গা করে নিয়েছে রবীন্দ্র সঙ্গীত। আর এ জন্য অবশ্য দোষ দিতে হবে প্রকৃতিকেই। রবীন্দ্র-নজরুল চিরায়ত বিতর্কে আমরা না যাই। কেননা বৃষ্টি ভেজা ঈদের দিন, মানুষের ঈদ আনন্দকেও শীতল করে দিয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559743736604.jpg
সকাল থেকেই আকাশের ছিল মন খারাপ, ছবি: বার্তা২৪

 

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বাংলাদেশে আজ মঙ্গলবার (৫ জুন) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদের চাঁদ দেখা নিয়ে রাতভর চলে বিভিন্ন নাটকীয়তা। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে সপ্তাহজুড়েই দেশের আকাশসীমায় ছিল কালো মেঘের আনাগোনা। কখনো ছিল ভারী বৃষ্টি, আবার পরক্ষণেই ভ্যাপসা গরম, সেই সঙ্গে সূর্যের ক্ষিপ্ততা। মঙ্গলবার সারাদিন আকাশের মন খারাপ ছিল। কিন্তু তাতে যে চাঁদ দেখা যাবে না সেটা কারো ভাবনাতেও ছিল না। তাই মঙ্গলবার সন্ধ্যা থেকে চাঁদ দেখার খবর না পাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিল, বৃহস্পতিবার ঈদ। কিন্তু ততক্ষণে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি, নাগেশ্বরী থেকে চাঁদ দেখার খবর ঢাকা এসে পৌঁছে।

এদিকে, পার্শ্ববর্তী ভারত পাকিস্তানেও চাঁদ দেখা গেছে। দুই ঘণ্টা পর কমিটির আবারো মিটিং! এবার ঘোষণা পাল্টে জানিয়ে দিল বুধবারই পালিত হবে ঈদ। অবসান হয় চাঁদ দেখা নিয়ে নাটকীয়তা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559743889365.jpg
আকাশের মন ভালো হতেই হাতিরঝিলে মানুষের ঢল নামে, ছবি: বার্তা২৪

 

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত থেকেই ভারী বর্ষণ শুরু হয় রাজধানীসহ কয়েকটি জেলায়। সকাল থেকে বৃষ্টি আরও তীব্রতর হয়। বৃষ্টির তীব্রতায় ঈদের নামায পড়তে গিয়েও জনদুর্ভোগে পড়ে মুসল্লিরা।

সড়কগুলো পানি ওঠায় দেখা দেয় জলাবদ্ধতা। ঈদের নামাজ শেষ হলেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রাজধানীবাসীকে অঘোষিত গৃহবন্দী করে রাখে। টেলিভিশন দেখে কিংবা বই পড়ে, পরিবারের সঙ্গে গল্প করেই গৃহবন্দীর সময়টা উপভোগ করেন নগরবাসী। কারও কারও বাসায় পোলাও মাংসকে অঘোষিত এক যুদ্ধে হারিয়ে ডাইনিং টেবিলের জায়গা দখল করে নেয় খিচুরি,মাংস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559743980103.jpg
সোহরাওয়াদী উদ্যানে কেউ দল বেঁধে আড্ডা দিচ্ছেন, কেউ এসেছেন পরিবার নিয়ে, ছবি: বার্তা২৪

 

তবে, বিকেলের পর থেকে ভালো হতে থাকে আকাশের মন। কমতে থাকে কান্না। সেই সুযোগে প্রিয়জনদের সঙ্গে নিয়ে মানুষজন ঘর থেকে বের হতে শুরু করেন। ভাঙে অঘোষিত কারাবন্দীর সাজা!

বিকেল থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়াদী উদ্যান, রমনা, শাহবাগ, হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায় অনেক মানুষ বের হয়েছেন। ঘুরে বেড়াতেই তাদের আনন্দ। ছোট-বড়, নারী-পুরুষ, তরুণ-তরুণী রং বেরংয়ের নতুন পোশাক পড়ে মুক্ত পরিবেশের শীতল হওয়া গায়ে মাখিয়ে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, সেলফি বন্দী করে রাখছেন নিজেদের।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559744142045.jpg
ঘুরতে এসে পরিবার নিয়ে একটি সেলফি না হলে যে ঈদটাই পানসে লাগবে, ছবি: বার্তা২৪

 

সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়, খোলা মাঠে লাল-নীল দুই দলে বিভক্ত হয়ে ফুটবল খেলায় মেতে উঠেছেন কয়েকজন। বিবাহিত-অবিবাহিতদের মধ্যকার এই খেলা অনেকে দাঁড়িয়ে উপভোগ করছেন। উদ্যানের স্বাধীনতা চত্বরের পাশে সারি সারি বেঞ্চ। বেঞ্চগুলোতে মানুষজন বসে আছেন, আড্ডা দিচ্ছে। একটা বেঞ্চও খালি পাওয়া ছিল দুষ্কর। বেঞ্চে যারা জায়গা পায়নি তারা গিয়ে উঠেছেন স্বাধীনতা চত্বরের বেদীতে। সেলফি ও ছবি তোলাতেই তাদের মূল আকর্ষণ। কেউ কেউ আবার টিকেট কেটে স্বাধীনতা জাদুঘরের ভেতরেও ঢু মেরে আসছেন।

এখানেই কথা হল চাকরিজীবী রানা আহমেদের সঙ্গে। স্ত্রী ও মেয়েকে নিয়ে ঘুরতে এসেছেন। তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘বিকেল বেলা ঠাণ্ডা আবহাওয়ায় ঘুরতেই আনন্দ। কিন্তু সারাটা দিন বেরসিক বৃষ্টির কারণে মাটি হয়ে গেছে সব।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559744252542.jpg
নিজ পরিবারের তিন রাজকন্যা নিয়ে ঘুরতে এসেছেন বাবা-মা, ছবি: বার্তা২৪

 

পাশেই কিছু মানুষ ভিড় করেছেন উদ্যানের শিখা চিরন্তন অংশে। জ্বলন্ত অগ্নিশিখার সামনে দাঁড়িয়ে তারা ছবি তুলে ফ্রেমবন্দী করছেন ঈদের বিকেলকে।

উদ্যান থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে গেলে দেখা যায় কিছুটা ভিড় রয়েছে সেখানে। ঈদের দিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জাদুঘর খোলা। তাই ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে জাদুঘরে ঘুরতে এসেছেন।

এখানে কথা হল আব্দুল মালেক দম্পতির সঙ্গে। মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন তারা। তারা বার্তা২৪.কমকে বলেন, ‘এবার ঈদে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই শহরে ঈদ করছি। মেয়েকে নিয়ে জাদুঘর ঘুরতে এসেছি।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559744346382.jpg
জাতীয় জাদুঘরে এসেছেন অনেকেই, ছবি: বার্তা২৪

 

শাহবাগ থেকে হাতিরঝিলে গিয়েও দেখা যায় একই চিত্র। তবে সেখানে মানুষের উপস্থিতি ছিল আরও বেশি। হাতিরঝিলের এফডিসি মোর থেকেই ঘুরতে বের হওয়া মানুষের সরব উপস্থিতি। মোটরসাইকেল, প্রাইভেটকারে চড়ে কিংবা পায়ে হেঁটেই তারা এসেছেন হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে। কিছুটা সময় একান্তে কাটাতে। হাতিরঝিলের মধুবাগ ও মহানগর ব্রিজেও ছিল মানুষের ঢল।

হাতিরঝিলে কথা হয় দুই বন্ধু আসিফ ও শাহানের সঙ্গে। তারা বলেন, ‘আমরা এমনিতেই হাতিরঝিলে ঘুরতে আসি। আড্ডা দেওয়ার জন্য এটা অনেকের প্রিয় জায়গা। আর ঈদের দিন বিকেলে আড্ডা আর ঘোরাঘুরি তো করতেই হয়।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559744420569.jpg
বৃষ্টি থামতেই ঈদকে উপভোগ করতে বেড়িয়ে পড়েন অনেকেই, ছবি: বার্তা২৪

 

ঈদের খুশিতে সবকিছুর দাম দ্বিগুণ!

ঈদের দিনে জিনিসপত্রের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। ভ্রাম্যমাণ ফেরিওয়ালারা ঈদের খুশিতে দাম বাড়িয়ে দিয়েছেন। যেন দাম বাড়ানো হচ্ছে ঈদের আনন্দ! অনেক ক্রেতা হাসিমুখে সে দাম মেনে নিলেও, কারো কারো মধ্যে ছিল অস্বস্তি।

সোহরাওয়ার্দী উদ্যানে বেলুনের দামাদামি করছিলেন কয়েকজন অভিভাবক। প্রতিটি ৩০ টাকায় বিক্রি করছিলেন ফেরিওয়ালা। কয়েকজন অভিভাবক জানালেন, দাম প্রায় দ্বিগুণ। শুধু বেলুনই নয়, উদ্যানের চায়ের দোকানে লাল কিংবা দুধ চায়ের জন্য দাম গুনতে হয়েছে ১০ টাকা করে। রিকশা ভাড়াও ছিল বেশি বেশি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/05/1559744490439.jpg
ঈদের খুশিতে দাম বাড়িয়ে ভালোবাসার বেলুন বিক্রি করছেন ভ্রাম্যমাণ ফেরিওয়ালা, ছবি: বার্তা২৪ 

 

একই চিত্র ছিল হাতিরঝিলেও। সেখানে হাওয়াই মিঠাই বিক্রি করছিল রাসেল। স্বাভাবিক দাম ১০ টাকা হলেও আজকে দিন ২০ টাকায় বিক্রি করছিল সে। জানালো, ঈদের দিন হিসেবে বেচাকেনা খারাপ। বৃষ্টির দিন মানুষ কম বের হয়েছে।

   

বৃষ্টির আশায় পল্লবিতে ইসতিসকারের নামাজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনা করে রাজধানীর মিরপুর পল্লবিতে ইসতিসকারের নামাজ আদায় হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় পল্লবি ১২ সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা দারুর রাসাদ এর উদ্যোগে এ নামাজে ইমাম ছিলেন বাইতুল আজমত জামে মসজিদের ইমাম আব্দুল হালিম।

এর আগে ভোর থেকে ওই মাঠে আসতে শুরু করেন মুসল্লিরা। প্রায় দুই হাজার মানুষ অংশ নেয় এ ইসতিসকারের নামাজে।

;

শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আ. লীগের শ্রদ্ধা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৮টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে ফজলুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও পরে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে নেতারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

;

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 

আবহাওয়া দফতরের নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তা অনুযায়ী শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার মধ্যে এই ঝড় বয়ে যাওয়ার কথা।

সতর্কবার্তায় বলা হয়, সকাল ৯টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মধ্যরাতে ঘণ্টার বেশি সময়ে বৃষ্টিতে সিলেট নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা ভিজেছে। রাত আটটার পর থেকে নগরে বইতে শুরু করে বাতাস। পরে রাত ১১টার দিকে নামে ঝুম বৃষ্টি।

এছাড়া মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সময় সংবাদকে জানান, এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতেই সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। এরপরই গরম কমে আসবে।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে দেশের উত্তরপূর্বাঞ্চল ও দক্ষিণপূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

;

ধানমন্ডির সীমান্ত স্কয়ারে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর ধানমন্ডি এলাকার শপিং মল সীমান্ত স্কয়ারে আগুনের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুনের তথ্য পাওয়া যায়। ৬তলা শপিং মলের তৃতীয় তলার আর কে ইলেকট্রনিকস নামের একটি মোবাইলের দোকানে আগুন লাগে। আগুনে দোকানটি পুড়ে গেছে। তবে অন্যকোনো দোকানের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস সদস্যরা ২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর ৩টা ২২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

মোহাম্মদপুর ও পলাশী স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

;