বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ নারী সাংসদ নির্বাচিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম, ছবি: বার্তা২৪

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৪৯ জন সংসদ সদস্য। রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংরক্ষিত নারী আসন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন শনিবারের (১৬ ফেব্রুয়ারি) মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।

এর আগে গত সোমবার (১১ ফেব্রুয়ারি) ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) যাচাই বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

আওয়ামী লীগের ৪৩ নারী সাংসদ হলেন- ঢাকা থেকে শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান শিলা, সুবর্ণা মুস্তফা ও নাহিদ ইজহার খান, চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার ও ওয়াশিকা আয়েশা খানম, কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, খাগড়াছড়ি থেকে বাসন্তি চাকমা, কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা ও আরমা দত্ত, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, গাজীপুর থেকে শামসুন্নাহার ভূঁইয়া ও রুমানা আলী, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান ও জাকিয়া পারভীন খানম, পিরোজপুর থেকে শেখ এ্যানী রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক ও খন্দকার মমতা হেনা লাভলী, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, মুন্সিগঞ্জ থেকে ফজিলাতুন্নেছা, নীলফামারী থেকে রাবেয়া আলী, নংরসিদী থেকে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশাল থেকে সৈয়দা রুবিনা মিরা, পটুয়াখালী থেকে কানিজ সুলতানা, খুলনা থেকে গ্লোরিয়া ঝর্ণা সরকার, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম সাকী, ফরিদপুর থেকে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশেদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে আদিবা আনজুম মিতা, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরিয়তপুর থেকে পারভীন হক শিকদার, রাজবাড়ী থেকে খোদেজা নাসরীন আক্তার হোসেন, মাদারীপুর থেকে তাহমীনা বেগম, পাবনা থেকে নাদিয়া ইয়াসমিন জলি ও নাটোর থেকে রত্না আহমেদ।

জাতীয় পার্টির চার সদস্য হলেন- সালমা ইসলাম, রওশনারা মান্নান, নাজমা আক্তার ও মাসুদা এম রশিদ চৌধুরী।

ওয়ার্কার্স পার্টি থেকে লুৎফুন নেসা খান এবং স্বতন্ত্র সাংসদ সেলিনা ইসলাম।

উল্লেখ্য, জাতীয় সংসদে ৩০০ আসনের বিপরীতে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৪৯টি আসনের বিপরীতে একটি করে মনোনয়নপত্র জমা পড়লেও আর একটি আসন ফাঁকা রয়েছে। সেই আসনটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সাতজন প্রার্থী নির্বাচিত হওয়ায় দলটির জন্য সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত আসনে ঐক্যফ্রন্ট একজন প্রার্থী দিতে পারবেন। তবে গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে বিএনপির প্রার্থীরা শপথ গ্রহণ না করলে এই সাতটি আসন নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করবে। পরবর্তীতে এই আসনগুলোতে নির্বাচন হবে। তাতে যারা এ আসনগুলো পাবে, সেই ভিত্তিতে একটি নারী আসনের প্রার্থী মনোনয়ন ও ভোট অনুষ্ঠিত হবে।

   

‘দলীয়ভাবে না আসলেও বিএনপির সমর্থকরা নির্বাচনে অংশ নিচ্ছে’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও অন্যান্য দল অংশগ্রহণ না করলেও তাদের সমর্থকরা অংশগ্রহণ করছে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

সোমবার (২৯ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বড় দলগুলোর তেমন প্রভাব নেই বলে মন্তব্য করে মো. আলমগীর বলেন, দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে তাদের সমর্থকরা অনেকেই প্রার্থী হয়েছে। দল থেকে তারা সমর্থন পাচ্ছেন না। এরপরেও তারা প্রার্থী হয়েছেন। কারণ মানুষের মধ্যে এখন একটা আস্থা এসেছে যে ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো।

তিনি বলেন, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় কোন সংসদ সদস্য বা কোন মন্ত্রী প্রভাব খাটাতে পারবে না। এ ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সরকার ও দল থেকেও তাদের নির্দেশনা দিয়েছেন। কিছুদিন আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সচিবদের সাথে আমরা সভা করেছি। সেখানে একটা বার্তা দেওয়া হয়েছে যে এমপি ও মন্ত্রীরা কোন প্রভাব বিস্তার করতে পারবে না।

প্রভাব বিস্তার দুই রকম রয়েছে একটা দৃশ্যমান ও আরেকটি অদৃশ্যমান। কোন এমপি ও মন্ত্রী যদি প্রার্থীর সাথে প্রচার প্রচারণায় থাকেন,প্রার্থীর সভায় থাকেন অথবা টেলিফোনে বা ভিডিও বার্তা পাঠাচ্ছেন প্রার্থীর পক্ষে সেই রকম কিছু হলে আমাদের যে আচরণ বিধিমালা রয়েছে তা মেনে ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এসময় জেলার পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, বিজিবি ৪৭ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম, ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর সব উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার অফিসার ইনচার্জ, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা নির্বাচন অফিসার মো. অলিউল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

;

ক্যাশলেস তালতলা মার্কেট উদ্বোধন করলেন উত্তর মেয়র



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

'লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ' এই স্লোগান নিয়ে ক্যাশলেস তালতলা সিটি মার্কেট উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (২৯ এপ্রিল) খিলগাঁওয়ের তালতলা সিটি মার্কেটের প্রায় এক হাজার দোকানে স্মার্ট পেমেন্ট সিস্টেম সংযোজনের মধ্য দিয়ে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় জানানো হয়, ক্যাশলেস লেনদেন উদ্বোধনের ফলে ক্রেতা-বিক্রেতাকে আর ভাংতি নিয়ে কোন সমস্যায় পড়তে হবে না। পকেটে টাকা না থাকলেও এমএফএস ও কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে ফলে ক্রেতাদের ভোগান্তি লাঘব হবে। এছাড়াও বাচবে সময় ও জাল নোটের সমস্যা থেকে মুক্তি পাবেন ক্রেতা-বিক্রেতা উভয়ই।

এসময় অতিথিরা বলেন, বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করায় উৎসাহিত করতে এই ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোঃ শরাফত উল্লাহ খান, মাস্টারকার্ড সাউন এশিয়ার চীফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাফকাত হোসেন এবং সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ অরূপ হায়দার প্রমুখ।

;

ঝালকাঠির রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

ঝালকাঠির রাজাপুরে গালুয়া ও বামনকাঠি গ্রামে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার বামনকাঠি গ্রামের মো. রফিক হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৬) ও গালুয়া গ্রামের বারেক হোসেনের মেয়ে জামিলা (৬)।

জানা গেছে, পরিবারের লোকজনের অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন এ দুই শিশু। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা পুকুর থেকে তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

;

কুয়াকাটায় প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে ২ শিক্ষার্থী অসুস্থ



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলাপাড়া (পটুয়াখালী)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রচণ্ড গরমে পটুয়াখালীর কুয়াকাটায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার উপজেলার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুল সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় ৬ষ্ঠ শেণির মোসা. কারিমা ও মো. ইমান ইসা নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন শিক্ষকরা। অন্যান্য শিক্ষার্থীদের খোলা জায়গায় রাখা হয়।

বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তামান্না তানু বলেন, একদিকে গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে অতিষ্ঠ হয়ে অনেকে বাড়ি চলে গেছে। গরম সহ্য করে স্কুলে থাকা যাচ্ছে না। এর মধ্যে যারা ক্লাসে ছিল তাদের মধ্যে ২ জন অসুস্থ হয়ে পড়ে। পরে ৪র্থ ঘণ্টা পর স্কুল ছুটি দিয়ে দেয়।

এ বিষয়ে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বার্তা২৪.কে জানান, সকাল দশটায় ক্লাস শুরুর কথা থাকলেও আমরা আগেই ক্লাস শুরু করি। দুপুর একটার মধ্যে শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি। এর মধ্যেই সকাল সাড়ে দশটার দিকে বিদ্যুৎ না থাকার কারণে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি এবং বিদ্যুৎ অফিসে ফোন করি।

কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান বলেন, দুই শিক্ষার্থী অসুস্থতার খবর পেয়েছি। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছে। অতিরিক্ত গরমে এই ধরনের সমস্যা হচ্ছে, যেসব জায়গায় গাছের ছায়া, বাতাস রয়েছে সেসব জায়গায় বেশি বেশি থাকার পরামর্শ দিচ্ছি আমরা।

;