ভরসা রাখাই যায় রিজেন্ট এয়ারওয়েজের আতিথেয়তায়



কলকাতা করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
রিজেন্ট এয়ারওয়েজ

রিজেন্ট এয়ারওয়েজ

  • Font increase
  • Font Decrease

কলকাতা : সাদা মেঘের ভেলায় ভেসে প্লেন তখন ৩৯ হাজার ফুট উচ্চতায়। আরামদায়ক আসনে বসে নাস্তাটা সবেমাত্র উদরপূর্তি করেছি। থেকে থেকে অনুভব করছি ঝাঁকুনি। পাশে বসা আপা বললো, ‘ভয় পেয়ো না। এটাকে এয়ার ‘টার্বুলেন্স’ বলে।

‘টার্বুলেন্স’ কি- ব্যাখ্যা করে বলেই চলছিলো আপা, বায়ুমন্ডলে কিছুকিছু জায়গায় ফাঁকা থাকে। সেই সবের ভেতর দিয়ে উড়োজাহাজ গেলে ওরকম কেঁপে ওঠে। অনেকটা সমুদ্র সৈকতের চোরাবালির মত। তবে আকাশ চোরাবালির মত অতটা ভয়ঙ্কর নয়। এছাড়া প্লেনেও আরেকটা একটা অনুভব হয়। নাগরদলোর মত। মনে হবে হঠাৎ ওপর থেকে নিচে পড়ছি। এটাও একটা মজার বিষয়। যে সব স্থানে বায়ুমন্ডলের চাপ থাকে না তখন সাময়িক প্লেনের নিয়ন্ত্রণ ছেড়ে দেন অভিজ্ঞ পাইলট। নিচের দিকে নামতে থাকে। জায়গা মত পাইলট ফের ধরে নেয় স্টিয়ারিং। কারণ সম্পূর্ণ প্লেন চলে বায়ুমন্ডলের চাপের মধ্য দিয়ে।

আপার চোখ তখনও ফ্লাইট মুডে রাখা আইফোনের ই-বুকের ‘পরিণীতা’ উপন্যাসে। আপার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। প্লেন এগিয়ে চলছে আকাশের বুক চিরে।

ঠিক করেছিলাম, এবারে শীতের ছুটিটা ভিন্ন ভাবে কাটাবো। এমন একটা সফর নেব যাতে অল্পদিনে দুই দেশ ভ্রমণ করা যায়। প্ল্যান মাফিক কাজ; ঠিক হলো চিটাগাং বা ঢাকার থেকে ব্যাংকক। চাইছিলাম এমন একটা এয়ারলাইন্সের সহযোগিতা নিতে যাদের দুই দেশেই পরিষেবা আছে। আবার সাধ থাকলেই তো হয় না সাধ্যিও থাকতে হবে। নজর কাড়লো রিজেন্ট এয়ারওয়েজর পরিষেবায়। আপাও জানালো রিজেন্ট এয়ার তাঁর কাছেও কমফোর্টেবেল।

কলকাতা থেকে সঠিক টাইমে ছাড়লো রিজেন্টের ফ্লাইট। ১৪ হাজার ফুট উচ্চতায় ৪০ মিনিটের মতো সময় লাগে ঢাকায় যেতে। আসন আরামদায়ক হলেও কলকাতা রুটে নাস্তা মোটেও আরামদায়ক নয়। লাগতে পারে ৪০ মিনিট কিন্তু যাচ্ছিতো বিদেশেই! বিদেশিদের কথা ভেবে নাস্তার পরিকল্পনাটায় একটু পরিবর্তন করলে মন্দ হয় না। বাংলাদেশে একটা দিন কাটিয়ে রওনা দিলাম রিজেন্টে করে ব্যাংককে।

প্লেন ৩৯ হাজার ফুট উচ্চতায়, অনুভব করেছিলাম ঝাকুঁনি। তারই বিষয় সবিস্তারে বোঝাচ্ছিলো আপা। শুনতে শুনতে কখন যেনো চোখ লেগে যায়। পাশ থেকে আপার  ডাক, উঠে পড়। ল্যান্ডিং করবে। এসে গেছে সুবর্ণভুমি। অবশ্য থাকার বন্দোবস্ত সব আমরাই করেছিলাম। তবে এখানে বলে রাখা ভালো চাইলে রিজেন্ট এয়ারওয়েজের সহযোগিতায় পরিকল্পনা করা যেতে পারে হোটেলের।

রিটার্ন ছিলো রিজেন্টেই। যথারীতি নির্ধারিত সময়ে ছাড়লো ফ্লাইট। মেঘের কোলে ধীরে ধীরে চোখের সামনে থেকে হারিয়ে গেলে সুবর্ণভুমির জমি। অনুভব করলাম চাপা অস্থিরতা। নিশ্চিত একই অনুভব করেছিলো আমার দুই সহকর্মী। লোভনীয় নাস্তার সহযোগে চোখ খুলল একবারে চট্টগ্রামে। ঘড়িতে তখন স্থানীয় সময় ৫.২০মিনিট। কেবিন ক্রু -র কথামত ৩৫ মিনিটের মত ঢাকার যাত্রাপথ। চিটাগাং থেকে ছাড়বে ৬টায়।

কথা রাখলো না ক্রু সুন্দরী। পুরো ১ ঘণ্টা ৫ মিনিট মশার যন্ত্রণা সহ্য করলাম। বুঝলাম এক যাত্রীর বিলম্বের কারণে এতটা সময় গেলো। ক্রুর কাছে জানতে চাওয়া একজন যাত্রীর জন্য আমাদের এ ভোগান্তি! জানালো নিরাপত্তার কারণে দেরী। বুঝলাম তার কাছে এই উত্তর দেওয়া ছাড়া আর উপায় নেই। কারণ, যাত্রী ক্ষমতাবান! না হলে তার জন্য ভোগান্তি হয় এতগুলো প্লেন যাত্রীর। ওই এক ঘণ্টার জন্য আর দেখা হলো না বিমানবন্দরে অপেক্ষা করা আমার এক প্রিয়জনের সাথে। কারণ তারও কান্টেটিং ফ্লাইট ছিল ভিন্ন দেশে। বোধহয় এরকম ক্ষমতার অপব্যবহার সারা পৃথিবীতেই হয়!

অবশেষে অবতরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরদিন কলকাতায় ফেরা। বিদায় জানাতে এলো আমার সহকর্মীরা। যারা আমার পরিবারের অংশ। ক্যাপ্টেনের কণ্ঠ ‘আর কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করব আন্তর্জাতিক নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দরে। এখানকার স্থানীয় সময় সকাল ১১টা।

তখনও মন পড়ে আছে আমার সহকর্মীদের কাছে। স্মৃতি রোমন্থন চলছে কাটিয়ে আসা দিনগুলোর। সেই কাটানো দিনগুলোয় আজও কাঁটার মত বিঁধছে ক্ষমতাবান ব্যক্তিটির কারণে দেখা হলো না আরেক প্রিয়জনের সাথে। তবে আবার যদি কোথাও উড়ে যাই নিশ্চিন্তে ভরসা রাখতে পারবো রিজেন্ট এয়ারওয়েজের আতিথেয়তায়।

   

র‍্যাব-৩'র নতুন অধিনায়ক ফিরোজ, নিজ বাহিনীতে ফেরত যাচ্ছেন আরিফ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এলিট ফোর্স র‍্যাব-৩'র নতুন অধিনায়ক (সিও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. কর্নেল মো. ফিরোজ কবীর। তিনি লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

রোববার (২৮ এপ্রিল) ফিরোজ তার দায়িত্ব বুঝে নিবেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) র‍্যাব সদরদফতরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন। তিনি র‍্যাব-৩ এর অধিনায়ক হিসেবে দুবছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান, মাদক-অস্ত্র উদ্ধার, খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ব্যাপক অভিযান চালান। যা ব্যাপক প্রশংসিত হয়।

এদিকে র‍্যাব-৩ এর অধিনায়কের দায়িত্ব পাওয়া ফিরোজ কবীর সর্বশেষ র‍্যাব-৬'এর দায়িত্বে ছিলেন। সম্প্রতি তাকে বদলি করে র‍্যাব সদরদফতরে আনা হয়। গত মে মাসে তিনি র‍্যাব-৬'র অধিনায়কের দায়িত্ব পান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর পুলিশ সপ্তাহে তিনি বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম পান।

অন্যদিকে ১৮ এপ্রিল র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন কমান্ডার আরাফাত ইসলাম। গত বুধবার আরাফাত তার বুঝে নেন। আর র‍্যাব-১৩'র অধিনায়কের দায়িত্ব পেয়েছেন কমান্ডার কামরুল হাসান।

রাজধানীর ব্যাংক পাড়া খ্যাত মতিঝিল, মুগদা, শাহ্জাহানপুর, পল্টন, খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, হাতিরঝিল, শাহবাগ ও রমনা থানা মিলে র‍্যাব-৩ এর আওতাধীন এলাকা। 

;

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে পাহাড়ি সন্ত্রাসী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দারবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুকসহশ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে । সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

;

নরসিংদীতে অতি গরমে প্রবাসীর শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুরে অতি গরমে এক প্রবাসীর দেড় বছরের এক শিশু মারা গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম ইয়াসিন। সে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাতীসহ মেয়ে নরসিংদী শহরের বাসাইলস্থ ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেলো। 

তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে শুয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে আনার আগেই মারা গেছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে। 

 

 

 

;

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলারের সমমূল্যের।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ৷ তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। রাত সোয়া আটটার এয়ার এরাবিয়া জি৯-৫২১ ফ্লাইট যোগে শারজাহ গমনিচ্ছুক ছিলেন হামিদ।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন- বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

তিনি আরও জানান, যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) এর বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার নিকট হতে প্রাপ্ত সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

;