বোলিংয়ে সাইফউদ্দিন, ব্যাটিংয়ে নবি, আফগানিস্তান ১৬৪



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম
সাইফউদ্দিন একাই তুলে নেন ৪ উইকেট- ছবি: বিসিবি

সাইফউদ্দিন একাই তুলে নেন ৪ উইকেট- ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

আগের ম্যাচেই রান উৎসবে মেতেছিল আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৯৭ রানের পর বাংলাদেশকে বড় চ্যালেঞ্জ দিতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেন নি রশিদ খান।  শুরুটা তেমন ভাল না হলেও মোহাম্মদ নবির ব্যাটে শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং স্কোরই দাঁড় করিয়েছে আফগানরা।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রোববার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রশিদ খানের দল তুলেছে ১৬৪ রান। জিততে হলে প্রতি ওভারে সাকিব আল হাসানদের চাই ৮ রানের বেশি!

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল বাংলাদেশের। বোলাররা চটজলদিই সাফ করে দিয়েছিলেন প্রতিপক্ষের টপ অর্ডার।  প্রথম দশ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলে আফগানিস্তান। কিন্তু এরপরই দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে।

বিস্ময়কর হলেও সত্য পরের ৫ ওভারে ৪৯ রান তুলেন দুই অভিজ্ঞ আসগর আফগান ও মোহাম্মদ নবি। তাদের ব্যাটেই জবাবটা দিয়েছে সফরকারী দল।

অথচ মনে রাখার মতোই শুরুটা হয়েছিল বাংলাদেশের। আগের তিন  টি-টুয়েন্টিতে আফগানদের কাছে হার দেখা দলটি প্রথম ওভারেই প্রথম বলেই পেয়ে যায় উইকেট। দুর্দান্ত এক ডেলিভারিতে মোহাম্মদ সাইফ উদ্দিন উড়িয়ে দেন রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তার সুইং করা বল খেলতেই পারেননি আফগান ব্যাটসম্যান।

নিজের প্রথম ওভারে উইকেট পেয়েছেন সাকিব আল হাসানও। হজরতউল্লাহ জাজাইকে সাজঘরে ফিরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক। সাকিবকে ছক্কা মারতে গিয়ে মিস টাইমিং। ক্যাচ জমান লিটন দাস। ২ বলে ১ রানে আউট তিনি।

এরপর নাজিব তারকাকেও সাজঘরের পথ দেখিয়ে দেন সাইফউদ্দিন। তার ব্যাটে ১৩ বলে ২১। ২ ওভারে ১ মেডেনসহ ৪ রানে ১ উইকেট নেয়ার পর একটু বিশ্রামে যান সাকিব। কিন্তু ফিরলেন এক ওভার পরই। আর ফিরেই আবার উইকেট! জিম্বাবুয়ে ম্যাচের নায়ক নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিতে বাধ্য করেন অধিনায়ক।

কিন্তু এরপরই আসগর আফগান ও নবি গড়েন ৬৭ বলে ৭৯ রানের জুটি। আসগর ফেরান সেই সাইফ।  অপ্রতিরোধ্য হয়ে উঠা আসগরকে দুর্দান্ত এক স্লোয়ারে কাবু করেন পেসার সাইফ। ৩৬ বলে দুই ছক্কা ও তিন চারে ৪০ রান করেন তিনি। দুই বল যেতেই তিনি ফেরান গুলবাদিন নাইবকে।

তারপরও একপ্রান্ত আটকে রানের গতি ঠিক রাখেন নবি।  ৫৪ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন তিনি। বল হাতে দাপট দেখালেন সাইফউদ্দিন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৪ উইকেট। এটিই তার টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা বোলিং। ৪ ওভারে ১৮ রানে সাকিবের শিকার ২ উইকেট।

আফগানিস্তান: ২০ ওভারে ১৬৪/৬ (রহমানউল্লাহ ০, জাজাই ১, নাজিব ১১, আসগর ৪০, নাজিবউল্লাহ ৫, নবি ৮৪*, নাইব ০, জানাত ৫*; সাইফ ৪/৩৩, সাকিব ২/১৮)

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

মোহামেডান–পুলিশ এফসি

বিকেল ৩–৪৫ মিনিট -- বাফুফে ইউটিউব চ্যানেল

বসুন্ধরা কিংস–শেখ জামাল

বিকেল ৫–৪৫ মিনিট -- টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

আইপিএল 

দিল্লি ক্যাপিটালস–মুম্বাই ইন্ডিয়ানস   

বিকেল ৪টা -- স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস

লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–রাজস্থান রয়্যালস                             

রাত ৮টা -- স্টার স্পোর্টস ১, গাজী টিভি, টি স্পোর্টস

৫ম টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড 

রাত ৮–৩০ মিনিট -- জিও সুপার, এ স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম–লিভারপুল                  

বিকেল ৫–৩০ মিনিট -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড–বার্নলি

 রাত ৮টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

নিউক্যাসল–শেফিল্ড

রাত ৮টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ২

এভারটন–ব্রেন্টফোর্ড             

রাত ১০–৩০ মিনিট -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

অ্যাস্টন ভিলা–চেলসি           

রাত ১টা -- স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা 

আতলেতিকো মাদ্রিদ–অ্যাথলেটিক বিলবাও   

রাত ১টা -- র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

জার্মান বুন্দেসলিগা 

বায়ার্ন মিউনিখ–ফ্রাঙ্কফুর্ট

সন্ধ্যা ৭–৩০ মিনিট -- সনি স্পোর্টস টেন ২

লেভারকুসেন–স্টুটগার্ট        

রাত ১০–৩০ মিনিট -- সনি স্পোর্টস টেন ৫

;

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



হোসাইন মাহমুদ আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

আইপিএল ইতিহাসে রান তাড়ার আগের কীর্তিটি ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়া করেছিল দলটি। সে রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে আজ নতুন ইতিহাস লিখেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সঙ্গে শশাঙ্ক আরোরা এবং প্রভসিমরান সিংয়ের ঝোড়ো দুই ফিফটিতে আইপিএল ফোকলোরের অংশ হয়ে গেছে তারা।

কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে টসভাগ্য ছিল পাঞ্জাবের পক্ষে। টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ঘরের মাঠে দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইনের দুর্দান্ত শুরু পায় কলকাতা। পাঞ্জাবের বোলারদের তুলোধুনো করে ৬২ বলে ১৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার। ১০ ওভার পেরোতেই সাজঘরের পথ ধরেন তারা। এর আগে ৩৭ বলে ৭৫ রান আসে সল্টের ব্যাটে, নারাইন থামেন ৩২ বলে ৭১ রান করে।

সল্ট-নারাইনের তাণ্ডবের পর ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, শ্রেয়াস আইয়ারের ২৮ এবং আন্দ্রে রাসেলের ২৪ রানের ছোট তবে দেড়শর উপর স্ট্রাইক রেটে খেলা বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ২০ ওভারে ২৬১ রান পর্যন্ত পৌঁছায় তারা। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট পান পেসার আর্শদীপ সিং।

আইপিএলের এবারের আসরে যেভাবে পাইকারি হারে দুইশর উপর রান করছে দলগুলো, তাতে এত বড় সংগ্রহ নিয়েও স্বস্তিতে থাকার উপায় ছিল না কলকাতার। তবু জিততে হলে পাঞ্জাবকে আইপিএলে ইতিহাস গড়তে হবে তা হয়ত কলকাতার সমর্থকদের আশা জোগাচ্ছিল।

কিন্তু ইংলিশ উইলোবাজ বেয়ারস্টোর ব্যাটে সে আশায় গুঁড়েবালি! ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ব্যাটার ইনিংস শেষ করেছেন ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে। তার আগে অবশ্য ইমপ্যাক্ট সাব প্রভসিমরান ২০ বলে ৫৪ রানের তাণ্ডব চালিয়ে পাঞ্জাবের হৃদয়ে অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস গেঁথে দিয়েছিলেন। আর সে বিশ্বাসকে শেষবেলায় পূর্ণতা দিয়েছেন ২৮ বলে ২ চার ও ৮টি বিশাল ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলা শশাঙ্ক।

ইডেন গার্ডেনসে কলকাতা এবং পাঞ্জাবের ব্যাটাররা মিলে করেছেন ৫২৩ রান, গড়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪২ ছক্কার রেকর্ড। এমন রাতকে ব্যাটিং রূপকথার রাত না বললে চলেই না।

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;