৮৩০ বছর আগের সরাইখানায় এক বিকেল



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড থেকে
ওল্ডেস্ট ইন্ ইন ইংল্যান্ড : সরাইখানা নাকি হারানো পৃথিবী- ছবি:বার্তা২৪

ওল্ডেস্ট ইন্ ইন ইংল্যান্ড : সরাইখানা নাকি হারানো পৃথিবী- ছবি:বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

এরা বলে পাব বা ইন্।

বাংলায় কি বলা যায়-সরাইখানা শব্দটাই সবচেয়ে বেশি যুতসই। তবে আসলে এটা নেহাৎ শুধু পানশালা নয়, সেই পরিচয় ছাপিয়ে আরো অনেক বড় কিছু! নটিংহ্যামের ঐতিহ্যের একটা অংশ হয়ে দাঁড়িয়ে আছে এই পাব। সাদা চুনকাম করা দেয়ালে কালো হরফে রোমান ক্যালিওগ্রাফিতে লেখা-দ্য ওল্ডেস্ট ইন্ ইন ইংল্যান্ড।

এই ওল্ড মানে কতো ওল্ড জানেন?

চলতি ২০১৯ থেকে ১১৮৯ খ্রীস্টাব্দ বিয়োগ করলে উত্তর মিললো-৮৩০ বছর! পেছনের পাহাড়ের গাঁ ঘেষে থাকা সরু-সাদা দোতলা বাড়ির অবকাঠামো, এর বৈশিষ্ঠ্য, ভেতরের আঙ্গিক, আলো-আধাঁরি পরিবেশ, বৈচিত্র -সবকিছুই এই পাবের বয়সের সত্যিকারের সার্টিফিটেকই দিচ্ছে। এগার’শ শতাব্দীর সেই পাথুরে গুহার অবয়বটা এখনো ধরে রাখা হয়েছে। ভেতরে বৈদ্যুতিক আলোর ঝলকানি আছে কিন্তু মাথার উপরে, পাশের দেয়ালের কঠিন প্রস্তর এবং প্রতিটি কাঠের গুঁড়ির পাশে ঝোলানো হ্যারিকেনের টিমটিমে আলো ফিরিয়ে নিয়ে যাচ্ছে আজ থেকে ৮৩০ বছর আগের ইতিহাসে!

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/20/1561015463618.jpg

নটিংহ্যামের রবিনহুড ক্যাসেল থেকে ১০০ গজ দুুরের এই পাবকে দেখিয়ে শহরের লোকজন গর্বের সুরে ঘোষণা দেয়-এটা ইংল্যান্ডের সবচেয়ে পুরানো সরাইখানা।

পাঁচ তারকা হোটেল পার্ক প্লাজা থেকে পায়ে হাঁটা দুরুত্ব নটিংহ্যাম ক্যাসেল। এখানে আসতেই তীরধনুকের মুর্তিতে বরিনহুডকে পাবেন। বরিনহুডের ব্রোঞ্জের মুর্তির পাশে দাড়িয়ে ছবি তোলার জন্য পর্যটকদের হুড়োহুড়ি। এই যুগে এসেও তার এত ভক্ত-সমর্থক আছে জেনে রবিননহুড নিশ্চিতভাবে খুশি হবেন!


পাবের প্রবেশমুখের দরজার ফলকে বড় করে লেখা-ইংল্যান্ডের সবচেয়ে পুরানো সরাইখানা। স্থাপিত ১১৮৯ খ্রীস্টাব্দ! বাইরের পুরো অংশটুকু গাছের সবুজ ছায়ায় ঢাকা। কাঠের চেয়ার-টেবিল পাতা। চারধারেই খানা পিনার আয়োজন। তবে শুধু পান আসক্তরাই যে এই আটশ বছর পুরানো পাবে এসে বিয়ারে গলা ভেজাচ্ছেন তা কিন্তু নয়। নাস্তা এমনকি চাইলে দুপুরের ফুল কোর্স লাঞ্চও মিলবে এই পাবে। বালু ও পাথরের সংমিশ্রনে তেরি পাবের চাতালগুলো দেখলে একবার বসে চারধারের প্রকৃতির সঙ্গে নিজেকে খানিকক্ষনের জন্য হলো সঁপে দিতে ইচ্ছে হবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/20/1561015502636.jpg

সরু প্রবেশ পথ পেরিয়ে ভেতরে ঢুকে মনে হলো-এ কোথায় এলাম? এ যে পুরো পাহাড়ের গর্ত। বিশালাকৃতি পাহাড়ের মাঝখানের অংশ কেটে টুপির মতো করে যেন ওপর থেকে বসিয়ে দেয়া হয়েছে! ভেতরের আলোর মাত্রা এমনভাবে রাখা হয়েছে যাতে এগারো শতাব্দীর সেই আবহ’র সঙ্গে অতিথিরা পরিচিত হতে পারেন। আট’শ বছর পুরানো সেই পাথুরে চাঁইয়ের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অদ্ভুত এক অনুভুতিতে পুরো শরীর মন আছন্ন হয়ে পড়বে। টাইম মেশিনে পেছনে ফিরে যাবার আয়োজন যেন করে রেখেছে নটিংহ্যামের এই সরাইখানা। ভেতরে অনেকগুলো ছোট ছোট খুপরি। সবগুলোতে ঢুঁ মারতে গিয়ে আশপাশের অনেকের ঢুঁস খেতে হলো-কাঁধের ধাক্কায় পাশের জনের বিয়ারের গ্লাস থেকে খানিকটা ‘জল’ ছলকেও পড়লে-‘সরি, সরি!’ শেষ না হতেই সান্তনা মিলল-‘ওকে ম্যান, নো প্রবলেম। কিপ গোয়িং।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/20/1561015524874.jpg

স্টিলের রেলিং দেয়া দোতলায় উঠতে দেখা মিলল আরও জমজমাট আড্ডার। বন্ধু-বান্ধব নিয়ে বিকাল ও সান্ধ্যকালিন সময়টা উপভোগ করতে সবাই যেন সেই এগার শতাব্দী ফিরে গেছে! ইলেক্ট্রিক লাইনের পাশে গাছের শিকড় বের হয়ে পাথুরে পাহাড়ের গায়ের সঙ্গে মিশে গেছে-কিন্তু কোনকিছুই এখানে বৈশাদৃশ্য মনে হবে না। বারটেন্ডার টমি অবশ্য শতাব্দী পুরানো এই সরাইখানায় কলসের ঢাকনা খুলে কোন কিছু ঢালছে না, বিয়ার এবং অন্যান্য পানীয় ঢালার জন্য আধুনিক বারের প্রায় সব আয়োজনই আছে এখানে। এত লোক, সবার হাতেই গ্লাস, সবাই একে অন্যের সঙ্গে কথা বলছে, চারধারে তুমুল আড্ডা, দারুণ উচ্ছাস, হৈচৈ-কিন্তু এই আড্ডার মাঝেও সরাইখানার বরফঠান্ডা পাথরের দেয়ালে হাত ছোঁয়াতেই যেন নিজেকে আবিস্কার করা গেল এগার’শ শতাব্দীর সেই যুগে।

সূর্য অস্ত গেছে। ফিরে আসার সময় সরাইখানার গেট পার হতে সামনের ব্যস্ত রাস্তায় গাড়ির ছোটাছুটি। কিন্তু কানে যে তখনো বাজছে ঘোড়ার খুরের শব্দ!

এই মাত্র যেন হারানো পৃথিবী থেকে ঘুরে এলাম!

   

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



হোসাইন মাহমুদ আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

আইপিএল ইতিহাসে রান তাড়ার আগের কীর্তিটি ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়া করেছিল দলটি। সে রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে আজ নতুন ইতিহাস লিখেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সঙ্গে শশাঙ্ক আরোরা এবং প্রভসিমরান সিংয়ের ঝোড়ো দুই ফিফটিতে আইপিএল ফোকলোরের অংশ হয়ে গেছে তারা।

কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে টসভাগ্য ছিল পাঞ্জাবের পক্ষে। টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ঘরের মাঠে দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইনের দুর্দান্ত শুরু পায় কলকাতা। পাঞ্জাবের বোলারদের তুলোধুনো করে ৬২ বলে ১৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার। ১০ ওভার পেরোতেই সাজঘরের পথ ধরেন তারা। এর আগে ৩৭ বলে ৭৫ রান আসে সল্টের ব্যাটে, নারাইন থামেন ৩২ বলে ৭১ রান করে।

সল্ট-নারাইনের তাণ্ডবের পর ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, শ্রেয়াস আইয়ারের ২৮ এবং আন্দ্রে রাসেলের ২৪ রানের ছোট তবে দেড়শর উপর স্ট্রাইক রেটে খেলা বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ২০ ওভারে ২৬১ রান পর্যন্ত পৌঁছায় তারা। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট পান পেসার আর্শদীপ সিং।

আইপিএলের এবারের আসরে যেভাবে পাইকারি হারে দুইশর উপর রান করছে দলগুলো, তাতে এত বড় সংগ্রহ নিয়েও স্বস্তিতে থাকার উপায় ছিল না কলকাতার। তবু জিততে হলে পাঞ্জাবকে আইপিএলে ইতিহাস গড়তে হবে তা হয়ত কলকাতার সমর্থকদের আশা জোগাচ্ছিল।

কিন্তু ইংলিশ উইলোবাজ বেয়ারস্টোর ব্যাটে সে আশায় গুঁড়েবালি! ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ব্যাটার ইনিংস শেষ করেছেন ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে। তার আগে অবশ্য ইমপ্যাক্ট সাব প্রভসিমরান ২০ বলে ৫৪ রানের তাণ্ডব চালিয়ে পাঞ্জাবের হৃদয়ে অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস গেঁথে দিয়েছিলেন। আর সে বিশ্বাসকে শেষবেলায় পূর্ণতা দিয়েছেন ২৮ বলে ২ চার ও ৮টি বিশাল ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলা শশাঙ্ক।

ইডেন গার্ডেনসে কলকাতা এবং পাঞ্জাবের ব্যাটাররা মিলে করেছেন ৫২৩ রান, গড়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪২ ছক্কার রেকর্ড। এমন রাতকে ব্যাটিং রূপকথার রাত না বললে চলেই না।

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;