বাংলাদেশ সফরের আফগানিস্তান দল ঘোষণা



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
৩০ আগস্ট ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল

৩০ আগস্ট ঢাকা আসছে আফগানিস্তান ক্রিকেট দল

  • Font increase
  • Font Decrease

আসছে মাসেই বাংলাদেশে ব্যস্ত সময় কাটাবে আফগানিস্তান ক্রিকেট দল। একটি টেস্ট খেলেই লড়বে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে। যেখানে টাইগাররা ছাড়াও আছে জিম্বাবুয়ে। এই দুই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রশিদ খানের নেতৃত্বে ঢাকায় আসছে আফগানরা।

বিশ্বকাপে ভরাডুবির পরই নেতৃত্ব হারিয়েছেন গুলবদিন নাইব। রশিদ খান এখন তিন ফরম্যাটেরই অধিনায়ক। সফরের দলে অবশ্য তেমন চমক নেই। টেস্ট দলে জায়গা হারিয়েছেন মুজিব উর রহমান। তবে টি-টুয়েন্টি আছেন এই স্পিনার।

দুই ফরম্যাটের দলে আছেন রশিদ খান, মোহাম্মদ নবি আর অভিজ্ঞ আসগর আফগান। নিষেধাজ্ঞার কারণে সংগতভাবেই দলে নেই উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। টেস্টে উইকেটকিপার ইকরাম আলি খিল। আর টি-টুয়েন্টিতে রহমানউল্লাহ গুরবাজ।

সবকিছু ঠিক থাকলে ৩০ আগস্ট ঢাকা আসবে আফগানিস্তান ক্রিকেট দল। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ শুরু ১৩ সেপ্টেম্বর।

একমাত্র টেস্টের দল
রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইব্রাহিম জাদরান, ইহসানউল্লাহ জানাত, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, ইকরাম আলি খিল, জহির খান, জাভেদ আহমাদি, সায়েদ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, আফসার জাজাই, কাইস আহমেদ ও শাপুর জাদরান।

ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দল-
রশিদ খান, আসগর আফগান, মোহাম্মদ নবি, হযরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, মুজিব উর রহমান, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ হাদরান, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, গুলবদিন নাইব, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, ফাজাল নিয়াজাই, দাওলাত জাদরান, রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হক।

   

জাতীয় স্কুল ক্রিকেটের দুই ফাইনালিস্ট চূড়ান্ত



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের ফাইনাল নিশ্চিত করেছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।

মিরপুরের সিটি ক্লাব মাঠে সকালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান স্কোরবোর্ডে তোলে ২০১৯ সালের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে মেহেদি ও জাহিদ। টার্গেট তাড়া করতে নেমে কুমিল্লা হাই স্কুলের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। শেষ উইকেট জুটিতে আলিফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটার আলিফ মাহমুদের দায়িত্বশীল ৪০ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস দলকে প্রথমবারের মতো নিয়ে যায় স্বপ্নের ফাইনালে। ম্যাচসেরা আলিম মাহমুদ বোলিংয়েও তুলে নেয় ২টি উইকেট। তুমুল লড়াইয়ের ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ।

অন্য সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করা চাঁদপুরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যাটিং বিপর্যয়ে ৩৭.১ ওভারে মাত্র ৯৮ রান করে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নামা পিরোজপুর সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রথম দুই ব্যাটারকে শূন্য রানে ফেরানোর পাশাপাশি দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা ব্যাটিং লাইনআপে হাল ধরে ব্যাটার ওয়ালিদ। তার ব্যাট থেকে আসা অপরাজিত ৩৯ রান প্রতিরোধ গড়ে ম্যাচ জিতে নেয়। গতবারের রানারআপ দল গণি মডেল উচ্চ বিদ্যালয়কে ২ উইকেটে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে।

আগামী ২৭ তারিখ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের ফাইনাল।

;

বাংলাদেশ টাইগার্সের দলে চমক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষ হতেই জাতীয় দলের পাইপলাইন নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে হাই পারফরম্যান্স দল অনুশীলন শুরু করেছে। এবার বাংলাদেশ টাইগার্স দলকেও মাঠে ঝাঁপিয়ে পড়তে হচ্ছে। আজ বড় কিছু সমক নিয়েই বাংলাদেশ টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

এইচপি দলে মূলত অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের রাখা হয়েছে। তবে বাংলাদেশ টাইগার্স দলে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান, শাহাদাত হোসেন দিপু, নাহিদ রানাদের টাইগার্স দলে রেখেছেন নির্বাচকরা।

আগামীকাল ২৬ মে সকাল ৯টা থেকে ২১ খেলোয়াড় নিয়ে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প। সামনে থাকা চ্যালেঞ্জগুলোর জন্য তাদেরকে শারীরিক ও মানসিকভাবে তৈরি করাই এই ক্যাম্পের লক্ষ্য।

আগামীকাল সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হতে যাওয়া এই ক্যাম্প পরবর্তীতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড–

সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা, আবু হায়দার রনি।

;

হেটমায়ারকে জরিমানা করল আইপিএল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করায় শিমরন হেটমায়ারকে জরিমানা করেছে আইপিএল। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ অবশ্য কোড অব কন্ডাক্ট অনুযায়ী ঠিক কোন অপরাধ করায় হেটমায়ারের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হয়েছে, তা নিশ্চিত করেনি। তবে ধারণা করা হচ্ছে, আউট হওয়ার পর তার আগ্রাসী প্রতিক্রিয়ার কারণে শাস্তি দিয়েছে লিগ কর্তৃপক্ষ।

আইপিএল বিবৃতিতে জানিয়েছে, কোড অব কন্ডাক্টের ২.২ ধারার আওতায় লেভেল ১ অপরাধের ফলে হেটমায়ারকে জরিমানা করা হয়েছে। হেটমায়ার ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

উল্লেখ্য, আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩৬ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রাজস্থান।

;

এশিয়ান দলের বিশ্বকাপ জেতার সম্ভাবনা বেশি: দিলশান



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। বরাবরের মতোই আইসিসির এই টুর্নামেন্টে ফেভারিট হিসেবে উপরের দিকেই আছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের নাম। শিরোপা কার দখলে যাবে এ বিষয়ে আসর শুরুর আগে কিছু না বলা গেলেও নিজের মতামত জানিয়েছেন লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার তিলকরত্নে দিলশান।

দিলশানের মতে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা আছে এশিয়ার কোনো দলের। কারণ স্বাগতিক দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। সেখানের উইকেটগুলো স্পিন সহায়ক। এশিয়ার দেশগুলোতে তুলনামূলক বিশ্বমানের স্পিনারের সংখ্যাটা বেশি। তাই এই যুক্তির খাতিরে এশিয়ার দলগুলোকে প্রাধান্য দিয়েছেন দিলশান।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক এই লঙ্কান তারকা বলেন, ‘ক্যারিবিয়ান কন্ডিশন স্পিনারদের সহায়তা করায় এশিয়ার দলেরই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে। ভারতের স্পিনাররা যে ধরনের ছন্দে রয়েছে এবং আইপিএলে যেভাবে আধিপত্য বিস্তার করেছে তাতে ট্রফি উঁচিয়ে ধরার জন্য তারাই সবচেয়ে বেশি এগিয়ে।’

এশিয়ার দলগুলোর মধ্যেও ভারতকে তুলনামূলক বেশি শক্তিশালী মনে করেন দিলশান। ভারতের স্পিনারদের বাংলাদেশ, পাকিস্তান কিংবা নিজ দেশ শ্রীলঙ্কার চেয়েও এগিয়ে রাখছেন তিনি। তবে নিজে দেশের স্পিনারদের উপর প্রত্যাশা আছে তার, ‘শ্রীলঙ্কারও বেশ কয়েকজন ভালো স্পিনার আছে এবং তাদের স্কোয়াডও ভাল। আশা করি তারা ২০১৪ সালের স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে পারবে।‘

;