কিছু না, বাংলাদেশ আগে দুই ম্যাচ জিতুক



এম. এম. কায়সার, স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম, বার্মিংহ্যাম, ইংল্যান্ড থেকে
ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে অনুশীলনে বোলিং কোচ ওয়ালশ- ছবি: বিসিবি

ক্যাপ্টেন মাশরাফির সঙ্গে অনুশীলনে বোলিং কোচ ওয়ালশ- ছবি: বিসিবি

  • Font increase
  • Font Decrease

কোর্টনি ওয়ালশ রোববার সকালে দলের সঙ্গে অনুশীলনে যাওয়ার আগে টিম হোটেলের হায়াত রিজেন্সির সামনের চত্বরে এসে বলছিলেন—‘আমি নিশ্চিত, আমাদের সবার চোখ ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে আছে।’

এই ম্যাচে ইংল্যান্ডের হার দেখার জন্যই অপেক্ষায় ছিল বাংলাদেশ, পাকিস্তান এমনকি সেমিফাইনালের রাস্তায় থাকার ক্ষীণতর স্বপ্ন দেখা শ্রীলঙ্কাও। এজবাস্টনে ইংল্যান্ড যদি হারতো তাহলে সামনের সময়টায় এই বিশ্বকাপে এশিয়ার বাকি তিন দেশের বেশ উপকার হতো।

মজার বিষয় হলো, ইংল্যান্ড হারবে নাকি জিতবে সেটা নিয়ন্ত্রণের কোনো উপায় এই তিন দেশের নেই। নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন আশপাশে থাকা অন্যে যেন নিয়ন্ত্রণ হারায়—সেই অপেক্ষায় থাকা বা সেই অমঙ্গল চাওয়াটা খুব আস্থাশীল কোনো ব্যাখা হতে পারে না!

তাই অন্য দলের মন্দ ভাগ্য কামনার চেয়ে নিজের ভাগ্য যাতে আরো উন্নততর করা যায়—সেই চিন্তা নিয়েই থাকছে বাংলাদেশও।
 
হিসেবটা পরিষ্কার—গ্রুপ পর্যায়ে এখন বাংলাদেশ দলের দুটো ম্যাচ বাকি আছে। প্রথম শর্তই হলো এই দুটো ম্যাচ বাংলাদেশকে জিততে হবে। সেই শর্ত শতভাগ পূরণ করার পর বাকি যে সময় মিলবে, তখন রেসে থাকা অন্য কারো মন্দ ভাগ্য কামনার জন্য চাইলে বাংলাদেশি সমর্থক হিসেবে ঝাঁকফুঁক দিতেই পারেন আপনিও!

তবে প্রথম শর্ত হলো ২ জুলাই এজবাস্টনে ভারত এবং ৫ জুলাই লর্ডসে পাকিস্তানকে আগে হারাতে হবে। এই শর্ত পুরো করতে না পারলে অন্যের মন্দ ভাগ্য কামনা করে নিজের স্বাস্থ্য ফিরবে না!

সেমি-ফাইনালে নাম লেখানোর বিধি-বিধানটা এমন। পয়েন্টের শীর্ষে থাকা দল শেষ চারে খেলবে। পয়েন্ট সমান হলে তখন দেখা হবে কে বেশি সংখ্যক ম্যাচ জিতেছে। সেই হিসেবও যদি সমান হয় তখন রানরেটের হিসেবে যে এগিয়ে থাকবে তারাই তালিকার উপরে থাকবে। কাকতালীয়ভাবে রানরেটও যদি সমান হয়ে যায় তবেই আসবে গ্রুপ পর্যায়ে মুখোমুখি লড়াইয়ের হিসেব। এই মুখোমুখি লড়াইয়ে জয়ী দলই পয়েন্ট তালিকার উপরের স্থানে থাকবে।

সার্বিক হিসেব বিবেচনায় আনলে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গী হিসেবে ভারত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডই শীর্ষ সম্ভাবনার তালিকায়। এজবাস্টনে রোববারে ইংল্যান্ডের জয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ দুই ম্যাচ আগেই শেষ!

এই দুঃখ থেকেই শ্রীলঙ্কার ক্রিকেট সাংবাদিক লিখলেন—‘ওয়ার্নার বহন করছেন অস্ট্রেলিয়াকে। বেয়ারস্টো বহন করছেন ইংল্যান্ডকে। রোহিত শর্মা বহন করছেন ভারতকে। আর শ্রীলঙ্কাকে বহন করছে এমিরেটস!’

দেশে ফেরার জন্য বিমানের টিকিট অনেক আগেই কনফার্ম করে ফেলেছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

তবে বাংলাদেশ ও পাকিস্তান এখনো এই বিশ্বকাপে যা বহন করছে তার নাম—আশা!

   

চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে আজ (শনিবার) চেন্নাই-বেঙ্গালুরুর ম্যাচে। এদিকে জার্মান বুন্দেসলিগার শেষ ম্যাচ ডে আজ। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

আইপিএল

বেঙ্গালুরু–চেন্নাই

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস–পুলিশ এফসি

বিকেল ৫টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

বুন্দেসলিগা

লেভারকুসেন–অগ্‌সবুর্গ

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

হফেনহাইম–বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

সৌদি প্রো লিগ

আল আহলি–আবহা

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২

;

গম্ভীরকে রোহিতদের কোচ হিসেবে চায় বিসিসিআই



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবর, গম্ভীর ভারতের কোচ হতে চান কিনা তা জানতে এরই মধ্যে তার সঙ্গে আলোচনাও করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের কোচ হিসেবে দায়িত্বকাল শেষ হবে রাহুল দ্রাবিড়ের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। তবে সেটা কিছুটা বাড়িয়ে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে সম্মত হয় বিসিসিআই ও দ্রাবিড়।

তবে এবার আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই কথা বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই তাই প্রধান কোচের পদ পূরণ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। নতুন কোচকে সাড়ে তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেবে বিসিসিআই।

গৌতম গম্ভীর এখন পর্যন্ত পেশাদার কোচিং শুরু করেননি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মৌসুম আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সে একই পদে কাজ করছেন। কোচ হিসেবে অনভিজ্ঞ হলেও অধিনায়ক এবং মেন্টর হিসেবে তাকে সফল বলা যায়।

অধিনায়ক হিসেবে কলকাতাকে দুইবার আইপিএল জিতিয়েছেন, মেন্টর হিসেবে লক্ষ্ণৌকে দুইবার প্লে-অফ পর্বে তুলেছেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কলকাতাকে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট এনে দিয়েছেন।

গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাব নিয়ে এখনই কিছু ভাবছেন না। আইপিএল শেষের পর এই বিষয়ে তার সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর।

;

প্রথমবার ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রাজিল। এটাই হবে লাতিন আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ।

২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিয়ে প্রতিযোগিতা ছিল ব্রাজিল এবং জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের যৌথ বিডের মধ্যে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে পড়ে ১১৯ ভোট। জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড ভোট পায় ৭৮টি।

২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে আরও বেশ কয়েকটি দেশ শুরুতে আগ্রহ দেখিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো তাদের যৌথ বিড প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতায় টিকে থাকে কেবল ব্রাজিল ও জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড।

এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিয়েছে ফিফার সব সদস্য দেশ। এর আগে ফিফার নীতিনির্ধারণী পর্ষদ ফিফা কাউন্সিল নারী বিশ্বকাপের আয়োজক নির্বাচন করত।

নারী বিশ্বকাপ এটাই প্রথম হলেও পুরুষদের বিশ্বকাপ দুইবার আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ১৯৫০ এবং ২০১৪ সালে পুরুষদের বৈশ্বিক আসর সফলভাবে আয়োজন করে তারা।

;

কোপার আগে যে দুই দেশের বিপক্ষে খেলে প্রস্তুতি নেবেন মেসিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। তার আগে দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দুটি খেলবেন মেসিরা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডর ও পাঁচ দিন পর ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে হবে দুই ম্যাচ।

২০ জুন আটলান্টায় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। তার আগে এই প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচই খেলার সুযোগ পাবে লা আলবিসেলেস্তেরা।

১২ জুনের মধ্যে কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবারের কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’তে রয়েছে আর্জেন্টিনা। কানাডা ছাড়াও দেশটির অন্য দুই গ্রুপসঙ্গী পেরু ও চিলি।

;