৬৭ দিন পর ম্যাচে ফিরছেন তাসকিন



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ -ফাইল ছবি

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ -ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

১০ এপ্রিল। ক্যালেন্ডারের পাতায় এই তারিখের পাশে সুবজ কালিতে গোল দাগ দিয়ে রাখতেই পারেন এখন তাসকিন আহমেদ। এদিনই যে তার আবার মাঠে ফেরার দিন! চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে নামবেন তিনি। প্রতিপক্ষ উত্তরা স্পোর্টিং ক্লাব। ম্যাচটি হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ঠিক ৬৮ দিন আগে এই মাঠেই বিপিএলের এক ম্যাচে চোট পেয়ে দুই মাস ক্রিকেট মাঠের বাইরে থাকতে হয়েছিলো বাংলাদেশের সম্ভাবনাময় এই পেসারকে।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি বিপিএলে নিজের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান তাসকিন। গোড়ালিতে চিড় ধরে তার। পায়ে ব্যান্ডেজ নিয়ে বসে থাকতে হয় লম্বা সময়। নিউজিল্যান্ড সফরে খুব করে তাকে কোচ স্টিভ রোডস চেয়েছিলেন। কিন্তু আকস্মিক ইনজুরিটা তাসকিনের নিউজিল্যান্ড সফরের স্বপ্ন কেড়ে নেয়। ফেব্রুয়ারি ও মার্চের পুরোটাই মাঠের বাইরে তাকে কাটাতে হয়। মার্চের শেষ সপ্তাহে প্রথমবারের মতো রানিং সেশনে অংশ নেন। লম্বা রিহ্যাব শেষে ৪ এপ্রিল মিরপুরে নেটে প্রথমবারের মতো বোলিং করেন।

আর বুধবার (১০ এপ্রিল) খেলতে নামছেন ম্যাচে। মাঝে সময় কেটেছে ৬৮দিন। লম্বা এই সময়ে খেলতে না পারার কষ্ট-যন্ত্রণা যে কী দুঃসহ, সেটা ভুক্তভোগী মাত্রই জানে। তাই পেছনের সেই দুঃখ-বেদনাকে আর মনে রাখতে চান না তাসকিন। বললেন-‘কাল (বুধবার, ১০ এপ্রিল) খেলতে পারব এটা জেনেই আনন্দ লাগছে। এটাই ছিলো আমার স্বপ্ন। এটার জন্যই এত কষ্ট করছি। আল্লাহর কাছে শুকরিয়া আমি খেলার অনুমতি পেয়েছি। আমি যেন সুস্থ থাকতে পারি সেজন্য সবার দোয়া চাচ্ছি।’

ইনজুরি থেকে ফিরে আসার মাঝের এই দীর্ঘ সময় তাসকিনের কেটেছে শুধু ফিটনেস ফিরে পেতেই। ভালই জানেন এই ম্যাচে তার পারফরমেন্সের সঙ্গে ফিটনেসের দিকেও নির্বাচকদের চোখ থাকছে। সেই প্রসঙ্গে তাসকিন বেশ দৃঢ় গলায় জানালেন-‘এই ম্যাচের জন্য আমি পুরো প্রস্তুত। ফুল রান আপে তিনটি সেশন শেষ করেছি। কোন সমস্যা হয়নি। আড়াই মাস করে খেলতে নামবো, তবে ফিটনেস নিয়ে আমি আত্মবিশ্বাসী। আমি ভাল অবস্থায় আছি।’

নিজের ফিটনেস প্রমাণ করার জন্য মরিয়া তাসকিন। জানেন সময় ঘনিয়ে আসছে। ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচকরা বিশ্বকাপের দল ঘোষণা করবেন। তার আগে মাঠের ক্রিকেটে নিজের ফিটনেস দেখাতে চান তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জকে বেছে নেয়ার সেটাও একটা কারণ। অন্যান্য ক্লাব গুলো তাকে সুপার লিগের আগে একাদশে খেলার সুযোগ দিতে রাজি ছিলো না। কিন্তু রূপগঞ্জ সুযোগটা দিয়েছে-‘আমি খুশি যে রূপগঞ্জ আমাকে সমর্থন করেছে। অনেক দল চিন্তিত ছিলো যে, আমি ইনজুরি থেকে ফিরেছি মাত্র, এখনই খেলাবে কিনা, কয়েকটা দিন দলের সঙ্গে থাকার পর অনুশীলন করানোর পর খেলাবে। কিন্তু রূপগঞ্জকে ধন্যবাদ ওরা আমাকে কাল (বুধবার, ১০ এপ্রিল) থেকেই খেলাতে রাজি হয়েছে।’

বিশ্বকাপে থাকা না থাকার চাপ প্রসঙ্গে পুরানো কথাটাই বললেন তাসকিন-‘চাপ তো সবসময় অনুভব করি। ভাল না করলেই সুযোগ পাবো না। ফিট না থাকলে সুযোগ পাবো না। তবে বিশ্বকাপ তো আমার স্বপ্নের টুর্নামেন্ট।’

সেই স্বপ্ন সফল করার প্রথম ধাপ শুরু হচ্ছে তাসকিনের বুধবার (১০ এপ্রিল) থেকে।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;

ভিএআর বাতিল বিষয়ে ভোট দিবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফুটবল খেলার শুরু থেকেই এটি পরিচালনার জন্য একজন রেফারি থাকার নিয়ম করা হয়। বিশেষ মুহুর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটি মাঠে থাকা রেফারিই করে থাকেন। এছাড়া মাঠের দুই পাশে দুইজন লাইন্সম্যান থাকেন যারা রেফারিকে সহযোগিতা করেন। সময়ের সঙ্গে এই খেলায় যোগ হলো ভিন্নধর্মী নিয়ম। প্রযুক্তির ছোঁয়ায় যোগ হলো ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি)।

২০১৬ সালে সর্বপ্রথম মূল কোনো ম্যাচে এই নতুন প্রযুক্তির প্রয়োগ শুরু হয়। মানুষ মাত্রই ভুল, মাঠে সিদ্ধান্ত দেওয়ার সময় রেফারিরাও ভুল করেন। বড় রকমের ভুল সিদ্ধান্ত রেফারি দিয়েছেন যার ফলে খেলার মোর ঘুরে গেছে এরকম নজিরও অনেক আছে। এই ভুলগুলো যাতে আর না হয় এজন্যেই এই ভিএআরের প্রয়োগ শুরু হয়।

তবে সমস্যা সমাধানের জন্য আনা ভিএআরই যেন সাম্প্রতিক সময়ে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তির ভুল প্রয়োগ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়েছে। জন্ম নিয়েছে নানা বিতর্কেরও।

বিষয়টি নিরপেক্ষভাবে সমাধান করতে এবার ভিএআরের থাকা কিংবা না থাকা বিষয়ে ভোটের ব্যবস্থা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের আগেই ভোটাভুটি করে এই বিষয়টির সুরাহা করতে চায় তারা।

প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ২০২৪-২৫ মৌসুম থেকে ভিএআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী ৬ জুন লিগের ২০টি ক্লাব ভিএআর এর পক্ষে-বিপক্ষে ভোট দেবে। কারণ চলতি মৌসুমে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। ক্লাবটি দাবি করে বলেছে যে, ভিএআর প্রিমিয়ার লিগের ঐতিহ্যকে অবমূল্যায়ন করছে।

ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে সর্বনিম্ন দুই-তৃতীয়াংশ ভোট দরকার। অর্থাৎ, প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ১৪টি ক্লাবকে ভিএআরের বিপক্ষে ভোট দিতে হবে। তাহলেই আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না এই প্রযুক্তির প্রয়োগ।

;