সাইফুদ্দিনের কৃতিত্বে কুমিল্লা শীর্ষে, ঢাকা বড় বিপদে!



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট
সাইফউদ্দিনের পেসে নাটকীয় জয় কুমিল্লার

সাইফউদ্দিনের পেসে নাটকীয় জয় কুমিল্লার

  • Font increase
  • Font Decrease

৩৬ বলে চাই ৪৬ রান। উইকেটে ব্যাট হাতে কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। যাদের কাছে এই টার্গেট নেহাতই নস্যি!

কিন্তু সেই সহজ টার্গেটই পার করতে পারলো না ঢাকা ডায়নামাইটস। ব্যাটিংয়ে বিষ্ফোরণ না, উল্টো ফিউজ হয়ে গেল ডায়নামাইটস! শেষ বলে গড়ানো ম্যাচে কুমিল্লা নাটকীয় কায়দায় জিতলো ১ রানে।

এই জয়ের সুবাদে কুমিল্লা চলতি টুর্নামেন্টে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে ঢাকার কষ্টকর অপেক্ষা আরো বাড়লো। শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে ঢাকার জয় ছাড়া কোন বিকল্প নেই।

ম্যাচের শেষের দিকে ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল একটা শেষ চেষ্টা করেছিলেন। শেষ ওভারে ম্যাচ জিততে ঢাকার প্রয়োজন দাড়ালো ১৩ রান। পঞ্চম বলে রাসেল ছক্কা হাঁকালেন। শেষ বলে চাই আরেকটা ছক্কা। এবার জিতলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ম্যাচের শেষ বলে সাইফুদ্দিন তার ক্যারিয়ারের সেরা ইর্য়কার করলেন। সেই ইয়র্কার সামাল দিতে না পেরে মাটিতেই পড়ে গেলেন রাসেল। বল তার ব্যাট ও প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে গড়িয়ে অবশ্য বাউন্ডারির দড়ি স্পর্শ করলো; চার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ জিতলো ন্যূনতম ব্যবধানে; ১ রানে!

এই ম্যাচ যে শেষ ওভারের জন্য এত আমেজ জমিয়ে রেখেছিলো কে জানতো? শেষের পাঁচ ওভারের সময় ম্যাচ ঢাকার দিকেই হেলে ছিলো। কিন্তু ১৬ নম্বর ওভারে আফ্রিদি এসে মোড় ঘুরিয়ে দিলেন। সেই ওভারটা মেডেন নিলেন। পরের ওভারের প্রথম চার বলে সাইফুদ্দিনও কোন রান দিলেন না। সেই সঙ্গে তুলে নিলেন পোলার্ডকে। ওয়াহাব রিয়াজের শেষ ওভারে আন্দ্রে রাসেল ক্যাচ তুলেন। কিন্তু সেটা ছিলো ওভারস্টেপিংয়ে নো বল! সেই ওভারে অবশ্য শুভাগত হোমকে আউট করে ওয়াহাব রিয়াজ দুঃখ ভোলেন।

তারপর শেষ ওভারে হিসেব। ৬ বলে চাই ১৩ রান।

প্রথম বলে রুবেল হোসেন এলবিডব্লু। দ্বিতীয় বলে শাহাদাত কোনমতে একটা রান নিয়ে প্রান্ত বদল করেন। স্ট্রাইকে আসেন রাসেল। তৃতীয় বলে কোন রান হলো না। চতুর্থ বলেও কোন রান নিতে পারলেন না রাসেল। শেষ দুই বলে জিততে প্রয়োজন তখনো ১২ রানের। পঞ্চম বলটা ওয়াইড লংঅফের ওপর দিকে বটম হ্যান্ড শটে রাসেল ছক্কা হাঁকান। টার্গেট দাড়ালো ১ বলে জিততে চাই ৬ রান। শেষের বলে সাইফুদ্দিনের ইয়র্কার থেকে ৪ রানের বেশি নিতে পারলেন না রাসেল। টান টান উত্তেজনায় ঠাসা লো-স্কোরের ম্যাচ কুমিল্লা জিতলো ১ রানে।

৪ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকারি মোহাম্মদ সাইফুদ্দিনই এই ম্যাচের নায়ক।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্স পাওয়ার প্লে’তে ২ উইকেটে ৪৭ রান তুললো। খুব মন্দ কিছু নয়। কিন্তু মন্দের শুরু যে মুলত এরপরই! স্কোরে আর মাত্র ১৭ রান যোগ হতেই তামিম ইকবাল, শামসুর রহমান ও অধিনায়ক ইমরুল কায়েস ডাগআউটে ফিরে এলেন। আফ্রিদি পরিস্থিতি বুঝে ব্যাট করার চেষ্টা চালান। কিন্তু তিনিও সফল হতে পারেননি। দলের রান তিন অংকে তখনো পৌছায়নি, অথচ কুমিল্লার ৯ উইকেট হাওয়া! মাঝের শেষ তিন ব্যাটসম্যান; আফ্রিদি, তিসারা পেরেইরা, সাইফুদ্দিনও ব্যর্থ। এই মৌসুমে দ্বিতীয়বারের মতো একশ’র নিচে গড়িয়ে পড়ার আশঙ্কায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলকে সেই শঙ্কা থেকে উদ্ধার করেন লেজের সারির দুই ব্যাটসম্যান; মেহেদি হাসান ও ওয়াহাব রিয়াজ। নয় নম্বরে ব্যাট করতে নেমে মেহেদি ১ ছক্কা ও ২ বাউন্ডারিতে ১৫ বলে ২০ রান করেন। ওয়াহাব রিয়াজ ২ ছক্কায় ১২ বলে ১৬ রান তুলে নেন। দলের ১২৭ রানের সঞ্চয়ে ওপেনিংয়ে তামিমের ৩৮, মাঝে আফ্রিদির ১৮ এবং শেষে মেহেদি এবং ওয়াহাবের ব্যাটিং ছাড়া কুমিল্লার বাকি সব ব্যাটসম্যান এই ম্যাচে ভয়াবহভাবে ফেল!

আর ঢাকা ডায়মাইটসের হয়ে ম্যাচে বোলিংয়ে সবচেয়ে বেশি নম্বর পাচ্ছেন রুবেল হোসেন। ম্যাচে নিজের চতুর্থ বলেই এনামুল হক বিজয়কে শূন্য রানে ফিরিয়ে দেন রুবেল। শূন্য রানে আউট হওয়া এখন এনামুলের জন্য নতুন কিছু নয়। চলতি টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনবার তিনি ম্যাচে কোন রান না করেই ফিরলেন।

মিরপুরের স্পিন সহায়ক স্লো উইকেটে সাকিব ও নারিনও দুটি করে উইকেট শিকার করেন। তবে এই ম্যাচের একাদশে পেসার শাহাদাত হোসেনকে নেয়াটা ছিল ঢাকার বড় ভুল। ম্যাচের প্রথম ওভারে শাহাদাত ভুলেভরা বোলিং করে ১২ রান দেন। সেটাই ম্যাচে তার প্রথম ও শেষ ওভার। সাকিব ভুলটা শুধরাতে শাহাদাতের হাতে আর বলই দিলেন না!

সংক্ষিপ্ত স্কোর: কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১২৭/১০ (২০ ওভারে, তামিম ৩৮, আফ্রিদি ১৮, মেহেদি ২০, ওয়াহাব ১৬, রুবেল ৪/৩০, সাকিব ২/২৩, নারিন ২/২৫, শুভগত ১/১৪)। ঢাকা ডায়নামাইটস: ১২৬/৯ (২০ ওভারে, মিজানুর ১৬, নারিন ২২, পোলার্ড ৩৪, রাসেল ৩০, সাইফুদ্দিন ৪/২২, মেহেদি হাসান ২/২২)। ফল: কুমিল্লা ১ রানে জয়ী। ম্যাচ সেরা: মোহাম্মদ সাইফুদ্দিন।

   

গম্ভীরকে রোহিতদের কোচ হিসেবে চায় বিসিসিআই



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গৌতম গম্ভীর। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর খবর, গম্ভীর ভারতের কোচ হতে চান কিনা তা জানতে এরই মধ্যে তার সঙ্গে আলোচনাও করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতের কোচ হিসেবে দায়িত্বকাল শেষ হবে রাহুল দ্রাবিড়ের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন ভারতের এই সাবেক অধিনায়ক। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল চুক্তির মেয়াদ। তবে সেটা কিছুটা বাড়িয়ে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টেনে নিতে সম্মত হয় বিসিসিআই ও দ্রাবিড়।

তবে এবার আর চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন দ্রাবিড়। এই কথা বিসিসিআইকে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। বিসিসিআই তাই প্রধান কোচের পদ পূরণ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন। নতুন কোচকে সাড়ে তিন বছর মেয়াদি চুক্তির প্রস্তাব দেবে বিসিসিআই।

গৌতম গম্ভীর এখন পর্যন্ত পেশাদার কোচিং শুরু করেননি। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই মৌসুম আইপিএলে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার কলকাতা নাইট রাইডার্সে একই পদে কাজ করছেন। কোচ হিসেবে অনভিজ্ঞ হলেও অধিনায়ক এবং মেন্টর হিসেবে তাকে সফল বলা যায়।

অধিনায়ক হিসেবে কলকাতাকে দুইবার আইপিএল জিতিয়েছেন, মেন্টর হিসেবে লক্ষ্ণৌকে দুইবার প্লে-অফ পর্বে তুলেছেন গম্ভীর। এবার মেন্টর হিসেবে কলকাতাকে আসরের প্রথম দল হিসেবে প্লে-অফের টিকিট এনে দিয়েছেন।

গম্ভীর বিসিসিআইয়ের প্রস্তাব নিয়ে এখনই কিছু ভাবছেন না। আইপিএল শেষের পর এই বিষয়ে তার সিদ্ধান্ত জানা যেতে পারে বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর।

;

প্রথমবার ব্রাজিলে হবে নারী বিশ্বকাপ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। শুক্রবার (১৭ মে) ফিফা কংগ্রেসে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়ে ২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে ব্রাজিল। এটাই হবে লাতিন আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ।

২০২৭ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব নিয়ে প্রতিযোগিতা ছিল ব্রাজিল এবং জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের যৌথ বিডের মধ্যে। ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে পড়ে ১১৯ ভোট। জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড ভোট পায় ৭৮টি।

২০২৭ নারী বিশ্বকাপ আয়োজনে আরও বেশ কয়েকটি দেশ শুরুতে আগ্রহ দেখিয়েছিল। তবে গত বছরের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং গত মাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো তাদের যৌথ বিড প্রত্যাহার করে নিলে প্রতিযোগিতায় টিকে থাকে কেবল ব্রাজিল ও জার্মানি-নেদারাল্যান্ডস-বেলজিয়ামের ইউরোপীয় বিড।

এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ আয়োজক নির্ধারণে ভোটাভুটিতে অংশ নিয়েছে ফিফার সব সদস্য দেশ। এর আগে ফিফার নীতিনির্ধারণী পর্ষদ ফিফা কাউন্সিল নারী বিশ্বকাপের আয়োজক নির্বাচন করত।

নারী বিশ্বকাপ এটাই প্রথম হলেও পুরুষদের বিশ্বকাপ দুইবার আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের। ১৯৫০ এবং ২০১৪ সালে পুরুষদের বৈশ্বিক আসর সফলভাবে আয়োজন করে তারা।

;

কোপার আগে যে দুই দেশের বিপক্ষে খেলে প্রস্তুতি নেবেন মেসিরা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। তার আগে দুটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচ খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে ম্যাচ দুটি খেলবেন মেসিরা। ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ডে ইকুয়েডর ও পাঁচ দিন পর ওয়াশিংটন ডিসির কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার বিপক্ষে হবে দুই ম্যাচ।

২০ জুন আটলান্টায় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। তার আগে এই প্রস্তুতি হিসেবে এই দুটি ম্যাচই খেলার সুযোগ পাবে লা আলবিসেলেস্তেরা।

১২ জুনের মধ্যে কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

এবারের কোপা আমেরিকায় গ্রুপ ‘এ’তে রয়েছে আর্জেন্টিনা। কানাডা ছাড়াও দেশটির অন্য দুই গ্রুপসঙ্গী পেরু ও চিলি।

;

সাঁতারে চ্যাম্পিয়ন মিদুল



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে চলছে ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৪।’

আজ শুক্রবার (১৭ মে) আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে স্পোর্টস কার্নিভালের সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই ইভেন্টে প্রথম হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মিদুল হাসান। দ্বিতীয় হয়েছেন সংবাদ সংযোগের মো. শামীম হাসান এবং তৃতীয় হয়েছেন দৈনিক কালবেলার ওমর ফারুক।

আগামীকাল শনিবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোরে টেবিল টেনিস ইভেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন বিকেল ৩টায় বিএসপিএ কার্যালয়ে ক্যারাম ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এবার ৭টি ডিসিপ্লিনে মোট ১০টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএ’র শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আরচারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সবক’টি খেলাই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।

প্রতিবারের মতো এবারও স্পোর্টস কার্নিভালের সেরা ক্রীড়াবিদের হাতে তুলে দেয়া হবে আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। ট্রফি ও অর্থ পুরস্কার থাকছে সেরা দুই রানার্সআপের জন্যও। এছাড়া প্রতিটি ইভেন্টের সেরাদের জন্য ক্রেস্ট ও অর্থ পুরস্কার।

;