টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন নারাইন?



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে সর্বশেষ দেখা যায় সুনীল নারাইনকে। বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপিয়ে বেড়ালেও দেশের হয়ে খেলায় কোনো আগ্রহ ছিল না তার। সতীর্থরা তাকে জাতীয় দলে ফেরার কথা বললেও কানে তুলতেন না। তবে আইপিএলে সেঞ্চুরি করার পর হঠাৎ জাতীয় দলে ফেরার আলোচনা নিজেই উসকে দিয়েছেন নারাইন!

ইডেন গার্ডেনে রাজস্থানের বিপক্ষে কলকাতার হয়ে সেঞ্চুরি করার পর ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে আলাপের সময় নারাইন বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়।’

নারাইনকে ওয়েস্ট ইন্ডিজে ফেরানোর জন্য দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন বলে জানান রাজস্থানে খেলা ক্যারিবিয়ান ক্রিকেটার রভম্যান পাওয়েল, ‘গত ১২ মাস ধরে এই কথা তাকে (নারাইনকে) বলছি, তবে সে কারো কথা কানে তোলেনি।’

গতকাল (মঙ্গলবার) ইডেন গার্ডেনে কলকাতার হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন নারাইন। ৪৯ বলে পান তিন অঙ্কের দেখা। ৫৬ বলে ১৩ চার এবং ৬ ছক্কায় করেন ১০৯ রান।

তবে রাজস্থানের জস বাটলারের অবিশ্বাস্য সেঞ্চুরিতে বিফলে যায় নারাইনের সেঞ্চুরি। ৬০ বলে ১০৭ রান করে রেকর্ড রাস্ন তাড়ায় জয় এনে দেন রাজস্থানকে।

   

সল্ট তান্ডবে সহজ জয় কলকাতার



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘরে মাঠ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বরাবরই একটু বেশি দাপুটে। সেই দাপটের আরও এক প্রমাণ দেখল এবারের আইপিএল। দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখল কলকাতা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে যেয়ে হিমশিম খেতে থাকে দিল্লির ব্যাটাররা। পাওয়ার-প্লে শেষে তাদের রাটরেট দশের বেশি থাকলেও ততক্ষণে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।

দিল্লির হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে স্পিনার কুলদীপ যাদবের ব্যাট থেকে, ২৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লির দলীয় সংগ্রহ ছিল ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান।

জবাবে ব্যাট হাতে নেমে স্বাগতিকরা উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন। সল্টের ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয়টা নিজেদের পক্ষে সহজভাবে টেনে নেয় কলকাতা।

শেষে আইয়ার জুটির ব্যাটে চড়ে ২১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় কলকাতা। এই জয়ের পর ৯ ম্যাচে ১২ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়েই আছে কলকাতা। অপরদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্টের সঙ্গে ছয়ে দিল্লি।

সংক্ষিপ্ত স্কোরঃ

দিল্লিঃ ১৫৩/৯ (২০ ওভার); কুলদীপ ৩৫*, পান্ত ২৭; বরুণ ৩-১৬, রানা ২-২৮

কলকাতাঃ ১৫৭/৩ (১৬.৩ ওভার); সল্ট ৬৮, শ্রেয়াস ৩৩*; অক্ষর ২-২৫, লিজাদ ১-৩৮

ফলাফলঃ কলকাতা ৭ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ বরুণ চক্রবর্তী

;

টিভিতে আজ যে সব খেলা দেখবেন



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-শেখ জামাল
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
শাইনপুকুর-মোহামেডান
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি
গাজী গ্রুপ-প্রাইম ব্যাংক
সকাল ৯টা, ইউটিউব/বিসিবি

২য় নারী টি-টোয়েন্টি
বাংলাদেশ-ভারত
বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল
লখনৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ান্স
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩

সৌদি কিংস কাপ
আল ইত্তিহাদ-আল হিলাল
রাত ১২টা, সনি স্পোর্টস ১

ফেডারেশন কাপ
ফর্টিস-ঢাকা আবাহনী
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল

টেনিস
মাদ্রিদ ওপেন
বেলা ৩টা, সনি স্পোর্টস ৫

;

সাংবাদিক জিয়াউল হকের মৃত্যু, বিএসপিএ’র শোক



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (বিএসপিএ) সাবেক সভাপতি জিয়াউল হক (৮২) আর নেই। আজ বিকাল সোয়া ৫টায় মিরপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ কর্মময় জীবনে মরহুম জিয়াউল হক বেশির ভাগ সময়ে স্পোর্টস সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরো কয়েকটি জাতীয় দৈনিকে।

জিয়াউল হক ১৯৮৮-১৯৯১ সাল পর্যন্ত বিএসপিএ’র সভাপতির দায়িত্ব পালন করেছেন। আজ বাদ এশা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুকে নামাজে জানাজা শেষে কালশী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

জিয়াউল হকের মৃত্যুতে বিএসপিএ’র কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিএসপিএ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

;

জেসির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আবাহনী কোচ সুজনের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী আম্পায়ার ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট। জাতীয় দলের তিন ক্রিকেটার মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম এবং তাদের ডিপিএল দল মোহামেডান ও প্রাইম ব্যাংকের বিরুদ্ধে উঠেছিল নারী আম্পায়ারের অধীনে খেলতে না চাওয়ার অভিযোগ। সে অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে তারা জানিয়েছেন, এমন কিছুই আসলে তারা বলেননি। ক্লাবগুলোও অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তবে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের ভাবনা ভিন্ন।

ডিপিএলের সুপার লিগে আগামীকাল (মঙ্গলবার) শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে খেলবে আবাহনী। সে ম্যাচকে সামনে রেখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সুজন। সেখানে নারী আম্পায়ার বিতর্কের প্রসঙ্গ উঠলে সুজন বলেন, ‘বড় খেলায় আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার অভিজ্ঞতা আছে, যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাবোধ থাকে। আম্পায়ার হিসেবে তার (জেসি) অভিজ্ঞতা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার মতো।’

জেসির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলার পরক্ষণেই আবার তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন বিসিবির অন্যতম পরিচালক সুজন, ‘যিনি আম্পায়ারিং করেছেন, সে খুব ভালো আম্পায়ার। বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে।‘

জেসি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। সুজনের জেসিকে ‘অনভিজ্ঞ’ আম্পায়ার বলার পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ, ‘ম্যাচে কেন অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি? জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণিতে দায়িত্ব পালন করে। এছাড়াও ইমার্জিং এশিয়া কাপ, ভারতে সিনিয়র প্লেয়ারদের টুর্নামেন্ট ও সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও আম্পায়ারিং করেছে।’

;