নারী আম্পায়ার বিতর্কে যা বললেন মুশফিক-মাহমুদউল্লাহ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী আম্পায়ারদের ম্যাচ পরিচালনার বিপক্ষে দেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটার। গত কয়েকদিন ধরে এমন সংবাদে মুখর দেশের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান-প্রাইম ব্যাংকের ম্যাচে মুশফিকুর রহিমের আউট হওয়া নিয়ে বিতর্কে নারী আম্পায়ার ইস্যু সামনে আসে। সে ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকের জেসি।

সে ম্যাচটির পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, নারী আম্পায়ারদের অধীনে খেলায় আপত্তি রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তাদের সরাসরি কোনো মন্তব্য উদ্ধৃত করা না হলেও নারী আম্পায়ারদের বিরুদ্ধে তাদের অবস্থানের কথা বলে সংবাদ পরিবেশন করা হয়।

সম্প্রতি এই ইস্যুতে জলঘোলা হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করে দেশের একটি প্রথমসারির জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন মুশফিক এবং মাহমুদউল্লাহ। তারা এই ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।

নারী আম্পায়ারের অধীনে খেলা নিয়ে অনীহা জানিয়েছেন কিনা এমন প্রশ্নে মুশফিকের সোজাসাপ্টা জবাব, ‘আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানাইনি। আমাদের দেশ থেকে তিনি (জেসি) আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এ জন্য আমি তাকে অভিনন্দনও জানিয়েছি।’

একই সুরে কথা বলেছেন মাহমুদউল্লাহও, ‘আমি, মুশফিক, তামিম, আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’

মূলত বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদের একটি মন্তব্য থেকে এই বিতর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচের পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘বিসিবি মহিলা আম্পায়ার নিয়োগ করায় দুই ক্লাব অসন্তুষ্ট হয়েছে। তারা (দুই ক্লাব) আমার কাছে অভিযোগ করেনি। তবে সিসিডিএমের কাছে অভিযোগ করেছে।’

তবে সিসিডিএম কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে। এছাড়া আলোচিত দুই ক্লাব প্রাইম ব্যাংক এবং মোহামেডানও নারী আম্পায়ার ইস্যুতে কোনো অভিযোগ জানায়নি বলে নিশ্চিত করেছে।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের আজ (বুধবার) দিনের একমাত্র ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নামবে পাঞ্জাব কিংস। এছাড়াও টিভিতে যা যা থাকছে।

আইপিএল

রাজস্থান রয়্যালস–পাঞ্জাব কিংস

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–চেলসি

রাত ১২টা ৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ম্যান ইউ–নিউক্যাসল

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

হেতাফে–আতলেতিকো মাদ্রিদ

রাত ২টা, র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

;

গত বিশ্বকাপ দলের যারা আছেন এবারও



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুয়ারে চলে এসেছে আরও একটা বিশ্বকাপ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। প্রতি বিশ্বকাপেই দলগুলোতে দেখা যায় একাধিক পরিবর্তন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

আসন্ন বিশ্বকাপে কারা হবেন বাংলাদেশের স্বপ্নসারথী, তা আজ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে ঘোষিত এই দলে আছে কিছু চমক আছে। তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে এর পার্থক্য খুব একটা নেই।

২০২২ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডের ৯ জন এবারও আছেন স্কোয়াডে। ব্যাটারদের মধ্যে এবারের আসরেও আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। অলরাউন্ডারদের মধ্যে এবারও আছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার। সাকিব নিজের নবম বিশ্বকাপ খেলতে নামছেন এবার যা একটি বিশ্বরেকর্ডও। সাকিব বাদে একমাত্র রোহিত শর্মা সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

পেস বিভাগে আছেন তিন পেসার সহ-অধিনায়ক তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। এছাড়াও ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে আছেন গেল বিশ্বকাপে খেলা আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

গেল বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না তবে এবার আছেন, এমন ক্রিকেটারের সংখ্যা ৮ জন। তাদের মধ্যে দুজন আবার নিজেদের অভিষেক বিশ্বকাপ খেলছেন না, দলে জায়গা পেয়েছেন এক বিশ্বকাপের বিরতিতে তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী। বাকি ছয় জন নিজেদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশনে যাচ্ছেন। তারা হলেন– তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও তানজিম সাকিব।

;

ফর্মহীন লিটন কেন বিশ্বকাপ স্কোয়াডে, জানালেন প্রধান নির্বাচক



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জুন মাসের ২ তারিখে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। আজ (মঙ্গলবার) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে বড় কোনো চমক না থাকলেও সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে অনেকেই অবাক হয়েছেন। এছাড়া আশানুরূপ দল নিয়েই এবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে খেলতে যাচ্ছে টাইগাররা।

বেশ অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং বেশ ভোগাচ্ছে দলকে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজটি জিতে নিলেও এখানেও দেখা মিলেছে ব্যাটিং বিপর্যয়ের। বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই যার নাম আসে তিনি হলেন টাইগার ওপেনার লিটন দাস। বিশ্বকাপের স্কোয়াডেও এবার জায়গা পেয়েছেন তিনি।

অথচ বিশ্বকাপের আগে সবশেষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজ দুই সিরিজেই ব্যাট হাতে ব্যর্থ লিটন। ব্যাট হাতে তিনি এতটাই বাজে পারফরম্যান্স দেখিয়েছেন যে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ দুই ম্যাচের একাদশেও জায়গা হয়নি তার।

সবশেষ খেলা ৬ টি-টোয়েন্টিতে লিটনের রান মাত্র ৭৯। এই রান তুলতে লিটন খেলেছেন মোট ৮১টি বল। টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনিংয়ে নামলে যেখানে দলকে ঝড়ো শুরু এনে দিতে হয়, সেখানে লিটন ছিলেন নিষ্প্রভ। তীব্র সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। তবে শেষ পর্যন্ত সমালোচনা গায়ে না মেখে লিটনকে বিশ্বকাপের দলে রেখেছে বিসিবি। তার ওপর আস্থা রেখেছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং বাংলাদেশের নির্বাচক প্যানেল।

লিটনকে দলে রাখার কারণ জানিয়ে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘ লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি। এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম।’

লিপু আরও বলেন, ‘ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

;

আবাহনীকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেল বসুন্ধরা কিংস। ফাইনালে আগামী ২২ মে মোহামেডানের মুখোমুখি হবে তারা। মোহামেডানকে হারিয়ে এবার নিজেদের ট্রেবল নিশ্চিত করতে মরিয়া বসুন্ধরা কিংস।

চলতি মৌসুমে প্রথমে স্বাধীনতা কাপ নিজেদের নামে করেছিল বসুন্ধরা কিংস। এরপর প্রিমিয়ার লিগের শিরোপাও নিজেদের ঘরে তুলেছে অস্কার ব্রোজনের দল। এবার ফেডারেশন কাপের শিরোপা তুলে ধরার থেকে আর মাত্র এক ম্যাচ দূরে আছে তারা।

গোপালগঞ্জের মাঠে আজ সেমিফাইনাল ম্যাচে একচেটিয়া দাপট দেখিয়েছে বসুন্ধরা কিংস। তাদের বিরুদ্ধে যেন দারাতেই পারেনি আবাহনী। এদিন ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। রবিনহোর গোলে প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আবাহনী বেশকিছু আক্রমণ করে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়না তারা। উল্টো ৭১তম মিনিটে আরও একটি গোল হজম করে ম্যাচ থেকে যেন ছিটকেই যায় আবাহনী। শেষে যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ায় বসুন্ধরা। এতে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েই ফাইনালের টিকিট কাটে বসুন্ধরা কিংস।

;