ঘরের মাটিতে পাঁচ মাস পর টেস্ট। ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে এক দশকেরও বেশি সময় পর টেস্ট। যেখানে বাংলাদেশের প্রথম দিনটা ছিল মন্দের ভালো। তিন সেশন মিলিয়ে ৮৫ ওভারে ৯ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছে ৩১০ রান। রানের খাতাটা ভালোর কাতারে থাকলেও সেই অনুপাতে উইকেটের ঝুলি হয়েছে কিছুটা ভারী।
সিলেট টেস্টের প্রথম দিনের শুরুটা ছিল বাংলাদেশের দখলেই। মূল ধাক্কা আসে চা বিরতির ঠিক আগ মুহূর্তে। পিচে থিতু হওয়া দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক সাজঘরের ফেরেন কেবল ৪ বলের ব্যবধানে। সেখানেই ভাটা পড়ে স্বাগতিকদের বড় সংগ্রহের আশায়। সেঞ্চুরির কাছে যাওয়া জয় ফেরেন ৮৬ রানে, যা দলের হয়ে প্রথম ইনিংসে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ। এরপর অভিষিক্ত শাহাদত হোসেন দিপু ও উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান কিছুটা হাল ধরার আশা জাগালেও শেষ পর্যন্ত হননি থিতু।
কিউইদের মূল বোলারদের ছাপিয়ে শান্তরা এদিন পড়েছে পার্ট-টাইম বোলারের জুজুতে। নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামা এবং লাল বল হাতে নিজের প্রথম ইনিংসে চার উইকেট নেন গ্লেন ফিলিপস। তার প্রথম শিকার, ঝোড়ো শুরু পাওয়া বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। এরপর একে একে মমিনুল, দিপু, সোহানের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ব্যাটিং ধ্বসের গুরু দায়িত্ব পালন করেন ফিলিপস।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় দিনে ৮ রানে ব্যাট করতে নামবেন তাইজুল ইসলাম। তাকে সঙ্গ দিবেন ১৩ রানে অপরাজিত থাকা শরিফুল ইসলাম। হাতে আছে এক উইকেট। তাই পিচে কিছুক্ষণ কিউইদের থামিয়ে রানের খাতা বড় করাই থাকবে স্বাগতিকদের মূল লক্ষ্য।