শেষ আটে নাদাল-সেরেনা



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
রাফায়েল নাদাল

রাফায়েল নাদাল

  • Font increase
  • Font Decrease

ইউএস ওপেন জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল এবং সেরেনা উইলিয়ামস। বছরের শেষ টেনিস গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন এই দুই তারকা। চতুর্থ রাউন্ডে নাদাল অনায়াসে জিতলেও বেশ বেগ পেতে হয়েছে সেরেনার।

পুরুষ এককের শীর্ষ বাছাই নাদাল অনেকটা সহজেই জিতেছেন। যদিও আগের রাউন্ডেই তাকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন কারেন খাচানভ। তার বিপক্ষে ৪ ঘণ্টা ২৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ের পর পেয়েছিলেন চতুর্থ রাউন্ডের টিকিট। কিন্তু এবার জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলিকে হারান ৩ ঘণ্টা ১৯ মিনিটে।

আর্থার অ্যাশ এরিনায় প্রথম দুই সেটে ৬-৩, ৬-৩ গেমে জয়। তারপর তৃতীয়টি দারুণ লড়ে ম্যাচে ফিরেন নিকোলোজ। তুলে নেন ৭-৬ গেমে জয়। এরপর চতুর্থ সেট ৬-৪ ব্যবধানে জিতে নিয়ে শেষ আটে উঠে যান স্প্যানিশ কিংবদন্তি নাদাল।

সেমিফাইনালে উঠার লড়াইয়ে তিনি পাচ্ছেন নবম বাছাই ডমিনিক থিয়েমেকে। যিনি রোববারের আরেক ম্যাচে পঞ্চম বাছাই কেভিন অ্যান্ডারসনকে হারান ৭-৫, ৬-২, ৭-৬ গেমে। ইউএস ওপেনে পুরুষ এককের আরেক ম্যাচে মিলোস রাওনিচকে পাঁচ সেটের ম্যারাথ লড়াইয়ে হারিয়েছেন একাদশ বাছাই জন ইসনার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/03/1535961067447.jpg

নারীদের এককে দাপটেই এগিয়ে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস। মা হওয়ার পরও যেন সেই পুরনো খেলাটা ভুলেন নি যুক্তরাস্ট্রের এই টেনিস তারকা। রোববার এই ১৭তম বাছাই হারান এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। ম্যাচটা জিতেন ৬-০, ৪-৬, ৬-৩ গেমে। মানে কঠিন পরীক্ষাই দিতে হয়েছে তাকে।

কোয়ার্টার ফাইনালে ছয়বারের ইউএস ওপেন জয়ী সেরেনার প্রতিপক্ষ অষ্টম বাছাই ক্যারোলিনা প্লিসকোভা। তিনি চতুর্থ রাউন্ডের আরেক ম্যাচে হারান অ্যাশলে বার্টিকে। একইভাবে শেষ আটে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্স। তৃতীয় বাছাই স্লোয়ান সরাসরি সেটে হারান ১৫ নম্বর বাছাই এলিস মার্টেনসকে।

   

দুর্নীতির অভিযোগে ফিফার শাস্তি পেলেন সালাম মুশের্দীসহ দুই বাফুফে কর্মকর্তা



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আর্থিক অনিয়মের অভিযোগে গত বছর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। এবার নতুন করে আরও দুইজনকে একই শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ফিফা।

বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এর পাশাপাশি দশ হাজার সুইস ফ্রা জরিমানা করা হয়েছে দু’জনকেই। শাস্তি পেয়েছেন বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী।

নিষিদ্ধ না হতে হলেও তাকে ১০ হাজার সুইস ফ্রা জরিমানা করেছে ফিফা। এর বাইরে বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্ল্যায়ন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে। আর এই সিদ্ধান্ত এসেছে ফিফার এথিকস কমিটির এডজুকেটরি চেম্বার থেকে। যারা সবার সাক্ষ্য-প্রমাণ নিয়েই এই সিদ্ধান্ত প্রদান করেছেন।

এর আগে, গত বছরের ১৪ এপ্রিল ফিফার টাকার আর্থিক অনিয়ম চোখে পড়লে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় আবু নাঈম সোহাগকে। যার মেয়াদ আরাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন বিজ্ঞপ্তিতে তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে।

;

টাকা নিতে অস্বীকৃতি জানানো তানভীর যেভাবে বিশ্বকাপ দলে



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলের একজন তানভীর ইসলাম। ঘরোয়া ক্রিকেটে স্পিনে নজর কেড়ে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন তিনি। প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বিশ্বকাপের দলেও। অথচ, ক্যারিয়ারের শুরুতে ক্লাবে সুযোগ পেয়ে পারিশ্রমিক হিসেবে নিজের প্রাপ্য টাকা নিতেও দ্বিধা কাজ করত তার। নিজের ক্রিকেটার হওয়ার সেই গল্প বিসিবিকে জানিয়েছেন তানভীর।

কীভাবে ক্রিকেটে আসলেন সেই গল্পে তানভীর বলেন, ‘আমার বাবা-মা সবাই ঢাকায় চাকরি করত। নানুও সরকারি চাকরি করত। কিন্তু মাসশেষে তার কাছে আমার আবদার থাকতো ক্রিকেটের ব্যাট-বল স্টাম্পসহ কিনে দিতে হবে। ছোটবেলায় অনেক বড়দের সাথে খেলেছি। কারণ আমার বল-ব্যাট ছিল এবং তারা আমাকে নিতো অংশগ্রহণের জন্য।’

তানভীর জানান বাবা মার অনিচ্ছা সত্ত্বেও কীভাবে এতদূর আসা তার, ‘বরিশাল বুলস নামে বিপিএলে একটি দল হইছিল, সেখানে লারা নামের একজন ছিল আমার এলাকার। তার সাথে কথা হয়, তিনি আমাকে ঢাকা এসে কোনো একাডেমিতে ভর্তি হওয়ার জন্য বলেন। আমার আব্বু রাজি ছিল না, ক্রিকেট অনিশ্চিত বিষয়। তারপর আমার নানু বলে ঢাকায় দিয়ে আসতে।’

ক্রিকেটার না হলে পেশা হিসেবে কোনটি বেছে নিতেন তানভীর; সেই প্রশ্নে বলেন, ‘আমার আব্বু আমাকে দুই এক বছর সময় দিয়ে বলে এখানে কিছু না হলে আবার এই পেশায় ফিরে এসো। তার পছন্দ ছিল প্যারামেডিকেল, সাধারণ শিক্ষা, ডেন্টাল বা পুলিশের কিছু একটা।’

তানভীরের ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় তৃতীয় বিভাগের একটি দল দিয়ে। সেই ক্লাবের হয়ে সুযোগ পেয়েই খুশি ছিলেন তিনি। টাকা নিতেও তাই অস্বীকার করেছিলেন। বলেন, ‘একদিন আব্বু বলে চল আবাহনীর দিকে যাই, ওটা অনেক বড় ক্লাব। আবাহনীর মাঠে অনেক একাডেমী, সিসিএস নামের একটি একাডেমী আছে, ওইখানে সাতদিন অনুশীলন হতো। তারপর ওখানে ভর্তি হওয়া। ভর্তি হওয়ার পর রায়েরবাজার প্রগতিতে একটি থার্ড ডিভিশন টিমে খেলি। ওনারা আমাকে টাকা নেয়ার কথা বললে আমি নিতে অস্বীকার করি।’

;

এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নেপালের কাঠমুন্ডুতে চলছে অনূর্ধ্ব-১২ এশিয়ান টেনিস প্রতিযোগিতা। যেখানে আয়োজক নেপাল ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছে অনূর্ধ্ব-১২ বালক ও বালিক দল। আসরের চতুর্থ দিনে বাংলাদেশ জিতেছে ব্রোঞ্জ পদক। বালক ও বালিকা দুটি ইভেন্টেই ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।

বাংলাদেশের বালিকা দল শ্রীলংকার বিপক্ষে ০-৩ ম্যাচে হেরে তৃতীয় স্থান অর্জন করে। এরপর মাঠে নেমে বালক দলও পাকিস্তানের বিপক্ষে ০-৩ ম্যাচে পরাজিত হয়। তাতে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয় বাংলাদেশকে। আসে ব্রোঞ্জ পদক।

এর আগে, বালিকা এককের প্রথম ম্যাচে বাংলাদেশের সারা আল জসিম ১-৬, ৬-৪, ২-৬ গেমে শ্রীলংকার অং সানুথি লিয়াং এর নিকট এবং জান্নাত হাওলাদার ২-৬, ০-৬ গেমে হিওয়া সাহানসা দামসিলুনির নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশ মাসতুরা আফরিন ও সারা আল জসিম জুটি ১-৬, ৪-৬ গেমে হিওয়া সাহানসা দামসিলুনি ও পাথিরাজা হিওয়াওয়াসাম এর নিজ করা হলে বাংলাদেশ বালিকা দল ০-৩ ম্যাচে শ্রীলংকার নিকট পরাজিত হয়। বালিকা দল রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে ৪টি ম্যাচ খেলে ২টিতে (মালদ্বীপ ও নেপাল) জয় লাভ করে এবং ২টিতে (ভারত ও শ্রীলংকা) পরাজিত হয়, ফলে বালিকা দল তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করল।

বালক এককের প্রথম ম্যাচে বাংলাদেশের মোহাম্মদ হায়দার ১-৬, ১-৬ গেমে পাকিস্তানের রশিদ আলীর নিকট এবং বাংলাদেশের মো: জোবায়ের ইসলাম ১-৬, ০-৬ গেমে পাকিস্তানের মোহাম্মদ সাইয়ান এর নিকট পরাজিত হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের ফাহিম হোসেন সৌরভ ও মো: জোবায়ের ইসলাম জুটি ১-৬, ১-৬ গেমে পাকিস্তানের রশিদ আলী ও খান মোহাম্মদ জোনায়েদ এর নিকট পরাজিত হয়। ফলে বাংলাদেশ বালক দল ০-৩ ম্যাচে পাকিস্তানের নিকট পরাজিত হয়। আগামীকাল বাংলাদেশ বালক দল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

;

কোহলিকে বেঙ্গালুরু ছেড়ে দিল্লি যাওয়ার পরামর্শ পিটারসেনের



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আরও একটা স্বপ্নের আইপিএল যাত্রা থামল বিরাট কোহলির। এলিমিনেটর ম্যাচে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আর তাতেই শেষ কোহলির প্রথম আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন। যেটা দীর্ঘ ক্যারিয়ারে কখনোই জেতা হয়নি তার।

অথচ, কোহলির নামের পাশে আইপিএলের রেকর্ড রান, সেঞ্চুরি কিংবা সর্বোচ্চ ফিফটি হাঁকানোর তকমা। চলতি মৌসুমেও সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পথে রয়েছেন কোহলি। অথচ দিনশেষে কখনোই আইপিএল ট্রফি না জেতার আক্ষেপে পুড়তে হয় তাকে। যা নিয়ে শুনতে হয় সমালোচনাও। আর এই অবস্থা থেকে বেরিয়ে এসে শিরোপা জিতে আক্ষেপ ভুলতে কোহলিকে পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেন। তার মতে, বেঙ্গালুরু ছেড়ে দিলেই শিরোপা জিততে পারে কোহলি।

ক্যারিয়ারের শুরু থেকেই বেঙ্গালুরুতে খেলছেন কোহলি। দলটির হয়ে কতশত অর্জন তার। অথচ, কোনো শিরোপা নেই। এই অবস্থায় কোহলিকে ক্লাব ছাড়ার পরামর্শ দিয়ে পিটারসেন বলেন, ‘আমি এটি আগেও বলেছি এবং আবারও বলব -অন্যান্য বড় খেলোয়াড়রা যেমন শিরোপা খরা কাটাতে দল ছেড়ে অন্য কোথাও যায়, তারও তেমনটি করা উচিত। যখন তিনি চেষ্টা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন -আবারও অরেঞ্জ ক্যাপ জিতেছেন অথচ তার ফ্র্যাঞ্চাইজি আবারও ব্যর্থ হয়েছে। আমি বুঝতে পারি যে সে দলের ব্র্যান্ড এবং সে দলে বাণিজ্যিক মূল্য এনেছে... কিন্তু দিনশেষে বিরাট কোহলি এমন একটি দলে খেলার যোগ্য যেটি তাকে শিরোপা জিততে সাহায্য করতে পারে।’

শিরোপা জিততে কোথায় যাওয়া উচিত কোহলির সেটিও জানিয়ে দিয়েছেন পিটারসেন। বলেন, ‘আমি আসলে মনে করি তার গন্তব্য দিল্লি হওয়া উচিত। দিল্লি হল সেই জায়গা যেখানে বিরাটকে নানা কারণেই যেতে হবে। বিরাট চাইলেই চলে যেতে পারেন, এবং বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে পারেন। আমি জানি দিল্লিতে তার একটি বাড়ি আছে। সেখানে তার একটি পরিবার আছে। কাজেই সে পারে। আর তাছাড়া দিল্লিতে বেশি সময় কাটানোয় কোহলি চাইলেই দিল্লির মতো বেঙ্গালুরু ফিরে যেতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বিরাটের এ বিষয়য়ে চিন্তা করার সময় এসেছে। বেকহ্যাম চলে গেছে, রোনালদো চলে গেছে, মেসি চলে গেছে, হ্যারি কেইনও স্পার্স ছেড়ে বায়ার্ন মিউনিখে গেছে। কোহলি নয় কেন তবে?’

;