আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন ২ মুখ

  আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০১৯
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ড. হাছান মাহ্‌মুদ ও আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ছবি: সংগৃহীত

ড. হাছান মাহ্‌মুদ ও আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে চারজন যুগ্ম সাধারণ সম্পাদক পদের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে নতুন কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

এবারের সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ড. হাছান মাহ্‌মুদ ও আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম। এছাড়াও পুরনোদের মধ্যে আছেন, মাহবুব উল আলম হানিফ ও ডা. দিপু মণি।

এছাড়াও সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হিসেবে আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মমেল হক, আহমেদ হোসেন, এসএম কামাল হোসেন, মির্জা আজমের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। শুক্রবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।