সভাপতিমণ্ডলীতে নানক-শাজাহান-রহমান

  আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০১৯
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সভাপতিমণ্ডলীর নতুন তিন সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান

সভাপতিমণ্ডলীর নতুন তিন সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের সম্মেলনে সভাপতিমণ্ডলীতে নতুন তিন সদস্য যুক্ত হয়েছেন।

তারা হলেন— সাবেক মন্ত্রী শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

১৯ সদস্যের সভাপতিমণ্ডলীতে রয়েছেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মাদ নাসিম, কাজী জাফর উল্ল্যাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, পীযুষ কান্তি ভট্টাচার্য, আবদুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, কর্নেল (অব.) ফারুক খান, মান্নান খান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এছাড়া পদাধিকার বলে সভাপতিমণ্ডলির সদস্য আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনে দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়। শুক্রবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

এক নজরে দেখে নিন তালিকা: সভাপতিমণ্ডলীর তালিকা