কলেজটির ভবনের নির্মাণ কাজ শেষ হবে তো?



কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নড়াইল: নড়াইলের কালিয়ার ‘পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক’ কলেজের দ্বিতল ভবনের নির্মাণ কাজ কবে শেষ হবে তা কেউ জানে না। যদিও নির্মাণ কাজ শুরুর ১৮ মাসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও গত তিন বছরে তা শেষ হয়নি। শেষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদার ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ নির্মাণ কাজ সম্পন্ন হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, নড়াইলের কালিয়া উপজেলার ‘পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক’ কলেজটির শিক্ষার অনুকূল পরিবেশ ও পাঠদানের স্থান সংকুলানের জন্য ২০১৫ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে কলেজটিতে একটি দ্বিতল ভবন নির্মাণের প্রকল্প হাতে নেয়। টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে নূর কনস্ট্রাকশন নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০১৬ সালের ৩১ জানুয়ারি কার্যাদেশ দেয়া হয়। এরপর ওই বছরের ৩১ মার্চ তারা ভবনটির নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর দিন থেকে ১৮ মাসের মধ্যে তা শেষ করার কথা ছিল। কিন্তু গত তিন বছরে ভবনটির নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

কলেজের শিক্ষার্থী জান্নাতারা খানম বলেন,‘দীর্ঘদিন ধরে আমাদের কলেজের ওই ভবনের নির্মাণ কাজ শুরু হলেও কবে শেষ হবে তা আমরা জানি না। দ্রুত ভবনের নির্মাণ কাজ শেষ করার দাবি জানাচ্ছি।’

রফিকুল ইসলাম নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শ্রেণিকক্ষের সংকটের কারণে ঠিকমতো পড়াশুনা করতে পারিনা। ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে আমাদের এ সমস্যা থাকত না।’

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইমরানুল হক মিশা মোল্যা অভিযোগ করে বলেন,‘সরকারি নিয়মনীতির বালাই না করে ঠিকাদার ভবনটির নির্মাণ কাজ বছরের পর বছর ফেলে রাখার কারণে কলেজটিতে শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের গাফিলতি এবং উদাসীনতার কারণে গত তিন বছরেও ভবনটির নির্মাণ কাজ শেষ হয়নি।’

কলেজের অধ্যক্ষ আবুরেজা মোল্যা বলেন, ‘ভবন নির্মাণের প্রকৃত ঠিকাদার কে তা জানি না। তবে কামরুল ইসলাম নামে একজন নিজেকে ঠিকাদার পরিচয় দিয়ে মাঝে মধ্যে এসে থাকেন। নির্মাণ কাজ শেষ করতে তাকে বহুবার তাগিদ দেয়া হয়েছে। এমনকি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলীকেও ফোনে বহু বার কলেজের দুরবস্থার কথা জানিয়েও কোনো লাভ হয়নি। বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্লাস রুমের অভাবে পাঠদানের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

নূর কনস্ট্রাকশনের মালিক নূর মহম্মদের জানান, প্রতিষ্ঠানের অনুকূলে কাজটি বরাদ্দ থাকলেও কামরুল ইসলাম কাজটি করছেন। ভবনটির নির্মাণ কাজ যথাসময়ে শেষ না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তারেক আনোয়ার জাহিদী বলেন, ‘ভবন নির্মাণে বিলম্বের কারণ জানতে চেয়ে ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

   

ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় নিহত ১, আহত ৭



উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ময়মনসিংহ (গৌরীপুর) 
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গৌরীপুরে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় আফরিন পারভীন (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক ও যাত্রীসহ ৭ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রুকনাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত নারী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের দামগাও গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আফরিন পারভীন উপজেলার কলতাপাড়া বাজারের ডেলটা স্পিনার্স মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

শুক্রবার সকালে আফরিনসহ আরো ছয়জন নারী শ্রমিক কাজে যোগ দেয়ার জন্য ইজিবাইকে চড়ে মিলে আসছিলেন।পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রুকনাকান্দা এলাকায় আসতেই ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে আফরিন নিহত হন। আহত হন চালক ও যাত্রীসহ সাত জন।

আহত হন চালক রাহাত মিয়া, সাদিয়া আক্তার, ঝর্না আক্তার, নাসিমা খাতুন, শিরিনা আক্তার, মোছা. রহিমা ও শাকিবা আক্তার। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের হবে।

;

শান্তিনগরে বহুতল ভবনে আগুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর শান্তিনগরে একটি ১৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে।

শুক্রবার (২৪ মে) দুপুর দেড়টার দিকে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, শান্তিনগরে একটি বাসায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আধা ঘণ্টা পর দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

শান্তিনগর থেকে মৌচাকমুখী কনফি টাওয়ারে এই আগুন লাগে। আবাসিক এই ভবনের দোতলার বারান্দার অংশে এই আগুন লেগেছিলো। ভবনের বাসিন্দারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এসির প্ল্যাগ থেকে এই আগুনেএ সুত্রপাত৷ তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে জানাতে পারেনি।

;

কুষ্টিয়ার মিরপুরে ট্রলি চাপায় বৃদ্ধা নিহত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় জোবেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) সকালের দিকে নিজ বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত বালু বোঝাই ট্রলির চাপায় তিনি নিহত হন।

নিহত বৃদ্ধা মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের মৃত তোরাব আলী মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাবেদা খাতুন বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী স্যালো ইঞ্জিন চালিত বালু বোঝাই ট্রলি (স্টিয়ারিং) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু। এসময় ট্রলি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, বালু বোঝাই ট্রলির চাপায় এক বৃদ্ধ মহিলা নিহত হয়েছেন। ট্রলি ও চালককে আটক করা যায়নি। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

;

পুড়েছে দু’ শতাধিক ঘর

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আগুন ৮০ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল বাহিনী।

শুক্রবার (২৪ মে) দেড়টার দিকে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বার্তা২৪.কমকে বলেন, সকাল সাড়ে দশটার দিকে খবর পাওয়ার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এখনো পর্যন্ত ৮০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। যেখানে দু' শতাধিক ঘর পুড়ে গেছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উখিয়ার থাইংখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা অলরেডি ফায়ার সার্ভিসকে সেখানে পাঠিয়েছি। ফায়ার সার্ভিস কাজ করছে। ক্যাম্প ইনচার্জকে খবর দেওয়া হয়েছে। শরণার্থী কমিশনকেও জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে সবাই মিলে কাজ করছে।

;