যে কারণে আ‌রিফুল আবারও শক্ত প্রার্থী



সা‌ব্বির আহ‌মেদ, সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেট থেকে: বাস থে‌কে নে‌মেই চোখ যায় টার্মিনালের যত্রতত্র হ-য-ব-র-ল গা‌ড়ির বহরে। আ‌রিফুল হক ৬০ কো‌টি টাকায় নির্মিত নতুন টা‌র্মিনা‌লে গাড়িগুলো নিয়ে যাচ্ছেন।

মূল শহ‌রে ঢুক‌লেই সি‌লে‌টের প্রাণ বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকা। আগের চেয়ে প‌রিচ্ছন্ন। ফুটপাতগু‌লো দখলমুক্ত। হাঁটাচলার জন্য য‌থেষ্ট জায়গা। জলাবদ্ধতা যে শহ‌রের মুল সমস্যা এখন সেখানে বর্ষা মৌসু‌মেও এক ফোটা পা‌নি খুঁজে পাওয়া যাবে না। সিলেট সিটি করপোরেশেনের উন্নয়ন এখন এমন দৃশ্যমান। মেয়র আরিফুল তার ৫ বছর মেয়াদের আড়াই বছরে এ প‌রিবর্তন  এনে‌ছেন। বাকি আড়াই বছ‌র ছি‌লেন জে‌লের ভেত‌রে।

আরিফুল ব‌লেন, আড়াই বছ‌রে ৬০ থে‌কে ৭০ ভাগ কাজ ক‌রে‌ছি। জে‌লে না থাকলে শতভাগ কাজ করতে পেরেছি বল‌তে পারতাম।

‌মেয়রের দায়িত্ব নেওয়ার পর আরিফ প্রায় ২৯ মাস সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি ছিলেন। মেয়র নির্বা‌চিত হওয়ায় তাকে ঘটনার ১২ বছর পর আসামী করা হ‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

আ‌রিফুল হক চৌধুরী মেয়র হওয়ার পর অ্যাকশন ভূ‌মিকায় ছি‌লেন প্র‌তি‌নিয়ত। ছড়া, খাল উদ্ধারে যখন তখন অ‌ভিযা‌ন চালিয়েছেন। যা শহ‌রের জলাবদ্ধতা নিরসনে বেশ ফলপ্রসু ভূ‌মিকা রাখে।

আ‌রিফুল ব‌লেন, মহানগরের রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে ছড়া খাল উদ্ধার পর্যন্ত যা করেছি, সবকিছুই বৃহত্তর স্বার্থে করেছি। নতুন প্রজন্মের কথা চিন্তা করে করেছি।

/uploads/files/b2ydMTpOdXmdbWWVGWRKnr6TVnu6RGlE9cWOxtNc.jpeg

হঠাৎ হঠাৎ বুলডোজার নি‌য়ে দখলকৃত দেওয়াল, ছড়া খা‌লের ওপর তৈরি স্থাপনা ভেঙে চুরমার ক‌রে দি‌তেন আ‌রিফ।

আর এসব কার‌ণে আ‌রিফ কিছু অং‌শের কা‌ছে বিরাগভাজনও হ‌য়ে‌ছেন। এমন‌কি আরিফুল হ‌ক রাস্তা দখলমুক্ত কর‌তে গি‌য়ে জোটের শরিক দল জামায়া‌তের স‌ঙ্গে বিবা‌দে জ‌ড়ি‌য়ে‌ছি‌লেন।

ত‌বে আ‌রিফুল হক বল‌লেন , এসব নগরবাসীর জন্য করে‌ছেন ব‌লে তারা তা‌কে ভোটের মা‌ঠে সু‌বি‌বেচনায় রাখ‌বেন।

এবারের সিলেট সিটি নির্বাচনে নগরবাসী আবারও মেয়র হিসেবে দেখতে চান বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হককে। সিএন‌জি অটো‌রিকশা ড্রাইভার, রিকশা চালক এমন‌কি নগরীর চাক‌রিজীবী শ্রেণিরও পছ‌ন্দের তা‌লিকায় প্রার্থী হি‌সে‌বে আস‌ছে আ‌রিফুলের নাম বলে জানায় তার নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মীরা।  

আ‌রিফুল জানান, দেশ‌সেরা প্র‌কৌশলী জা‌মিলুর রেজাসহ বি‌শেষজ্ঞদের সমন্ব‌য়ে সিলে‌টের মাস্টারপ্লান অনু‌মোদ‌নের জন্য মন্ত্রণালয় পা‌ঠি‌য়ে‌ছি। এরপরই আমার মেয়াদ শেষ হ‌য়ে গে‌ছে। নির্বা‌চিত হ‌য়ে সেই মাস্টারপ্লান ধ‌রে কাজ কর‌তে চাই। মাস্টারপ্লা‌নের প‌রিবল্পনায় সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংকটের সমাধান, স্বাস্থ্যসেবা, আধুনিক বহুতল পার্কিং ভবন নির্মাণ, সৌন্দর্যবর্ধন, সড়ক সম্প্রসারণ, বিনামূলে ওয়াইফাই সেবা, বিনোদনের সর্বোত্তম ব্যবস্থা অর্ন্তভুক্ত।

মেয়র হ‌য়ে আ‌রিফুল জন‌প্রিয়তা বাড়া‌লেও ভো‌টের মা‌ঠে জ‌য়ী হ‌তে বাঁধা পেরুতে হবে তাকে। তার দ‌লের আ‌রেকজন প্রার্থী হ‌য়ে বাঁধ সে‌ধে‌ছেন। জোটের শরিক দল জামায়াতও দিয়ে‌ছে আলাদা প্রার্থী। অপর‌দি‌কে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভা‌বে একক প্রার্থীর সমর্থ‌নে প্রচারণায় সরগরম। তা‌দের প্রার্থীও দুই বারের মেয়র বদরউ‌দ্দিন আহমদ কামরান।

সব সমীকর‌ণ মিলে ৩০ জুলাই‌য়ের নির্বাচন আরিফুল হক চৌধুরীর সাম‌নে বেশ চ্যালেঞ্জ। যদিও এ চ্যালেঞ্জ মোকা‌বেলায় প্রত্যয়ী দেখা যা‌চ্ছে আরিফুলকে। গণনায় ধর‌ছেন না জামায়াত ও তার দল বিএন‌পি থে‌কে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থীকেও।

/uploads/files/utE6fvqTB5hhpeanDiowruGSOCOq3YzcsxKmy3sn.jpeg

নির্বাচনে সরকারকে কোনো 'কূটকৌশল' খাটাতে দিবে না বলে জানান আরিফুল ও তার সমর্থকরা। নির্বাচনে মরণপণ লড়াই করার ঘোষণা আ‌গেই দি‌য়ে‌ছেন আ‌রিফুল। হুঁশিয়া‌রি দি‌য়ে বল‌ছেন, 'এটা সিলেট; প‌বিত্র ভূ‌মি। এখা‌নে কেউ পাপ ক‌রে টিকে থাক‌তে পা‌রবে না। অলি আউ‌লিয়ার মা‌টি‌তে সরকা‌রের কর্মকর্তা আমলারা অ‌নিয়ম কর‌লে স‌ঙ্গে প্র‌তি‌শোধ নেওয়া হয়ে যায়।'

সি‌লে‌টের মানু‌ষের প্রত্যাশা শা‌ন্তিপূর্ণ নির্বাচন। গত এক সপ্তা‌হে একা‌ধিকবার মেয়র প্রার্থীরা এক‌ত্রিত হ‌য়ে হাতে হাত ‌রে‌খে‌ছেন, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য। তা‌দের হাসিমুখ সাধারণ মানুষ‌কে শান্তিপূর্ণ ভো‌টের ই‌ঙ্গিত দি‌য়ে‌ছে।

তরুণ ভোটার ও রেস্টু‌রেন্ট উ‌দ্যোক্তা আব্দুল্লাহ চৌধুরী ব‌লেন, অতী‌তে কোন মেয়র চৌহাট্টার ৪০ ফুট রাস্তা‌কে ২০০ ফুট করার উ‌দ্যোগ নেন নি, আম্বরখানার ম‌তো গুরুত্বপূর্ণ প‌য়ে‌ন্টের ব্যা‌ক্তি দখ‌লে চ‌লে যাওয়া ভূ‌মি উদ্ধার করে সড়ক সম্প্রসারণ করেন‌নি। সদ্য সা‌বেক মেয়র আ‌রিফ এসব ক‌রে‌ছেন। তার দৃশ্যমান এসব উন্নয়নের কার‌ণে মানু‌ষের দৃ‌ষ্টি‌তে তি‌নি লে‌গে আ‌ছেন।

‌সি‌লেট জর্জ‌কো‌র্টের তরুণ আইনজী‌বি মশিউর রহমান চৌধুরীর চো‌খেও উন্নয়ন বড়। যি‌নি উন্নয়ন ক‌রে‌ছেন, নগ‌রে চল‌তে ফির‌তে স্ব‌স্তি দি‌য়ে‌ছেন তারই আবার মেয়র হওয়া উ‌চিত।

পরিবর্তন ও উন্নয়নের স্লোগান তুলে ২০১৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩১ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়ে‌ছি‌লেন আ‌রিফুল। ওই নির্বাচনে তিনি পেয়েছিলেন ১ লাখ ৭ হাজার ৩৩০ ভোট। আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান পেয়েছিলেন ৭২ হাজার ১৭৩ ভোট। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী কামরান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএন‌পি থে‌কে বি‌দ্রোহী হ‌য়ে ব‌হিষ্কৃত হওয়া প্রার্থী মহানগর বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সে‌লিমও। নিজস্ব প্রার্থী নি‌য়ে মা‌ঠে নেমেছে জামায়াতও। আগামী ৩০ জুলাই নির্বাচন। প্রচারণায় জমজমাট এখন সি‌লে‌ট নগ‌রের পথঘাট।

   

লোকসভা নির্বাচনে ৩ দিন ট্যুরিষ্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা



আজিজুল হক, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তা জনিত কারণে শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু মাত্র মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন ভারতীয় কর্তৃপক্ষ। এসময় বন্ধ থাকবে ট্যুরিষ্ট ভিসায় যাতায়াত। ২১ মে থেকে এ বন্দর দিয়ে স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী যাতায়াত।

শুক্রবার (১৭ মে) সকাল ৯টায় ভারতীয় ইমিগ্রেশনের বরাত দিয়ে এতথ্য নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত আন্তর্জাতিক রুট সিল করা প্রয়োজন। এজন্য ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত লোক ও যানবাহন যাতায়াত সংক্ষিপ্ত করা হলো। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন। এছাড়া আগামী ৩ দিন বন্ধ থাকবে ট্যুরিষ্ট ভিসায় যাতায়াত।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, ওপারে নির্বাচনে ৩ দিন ট্যুরিষ্ট ভিসায় ভারত ভ্রমনে নিষেধাজ্ঞার বিষয়টি তিনি অবগত আছেন জানিয়ে বলেন, ইমিগ্রেশন খেকে তিনি এ বার্তা পেয়েছেন। তবে ট্যুরিষ্ট, ষ্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরী মেডিকেল ও ভারতীয় ভোটার পাসপোর্টধারীরা যাতায়াতে বাধা নেই।

জানা যায়, বেনাপোল-পেট্রাপোল বন্দর ব্যবহার করে মেডিকেল, বিজনেস, ভ্রমন ও ষ্টুডেন্ট ভিসায় প্রতিদিন ভারত-বাংলাদেশে প্রায় ৭ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকেন। ভারত ভ্রমণে ১২ বছরের ঊর্ধ্বে যাত্রীদের ভ্রমণ কর ১০৫৫ টাকা এবং ৫ বছর থেকে ১২ বছর পর্যন্ত যাত্রীদের ৫৫৫ টাকা পরিশোধ করতে হয়। আর ০ থেকে ৫ বছরের যাত্রীদের বন্দর কর ৫৫ টাকা।

এদিকে চেকপোষ্টের পাশাপাশি সীমান্ত পথে যাতে কোন অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেখানে সীমান্ত রক্ষী বিএসএফের টহল জোরদার দেখা গেছে।

;

সাতক্ষীরায় সাপের কামড়ে সাত বছরের শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার শ্যামনগরে সাপের কামড়ে শারাফাত হোসেন সিফাত নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত সাতক্ষীরা শহরের শাহিন আলমের ছেলে। তবে, বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় সিফাত এবং তার মা আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় তার নানা মোস্তফা মোল্লার বাড়িতে থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মা তাকে হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা দেখতে বললে সে তা দেখতে যায়। এসময় মুরগির ঘরের পাশের চালা (গর্ত) থেকে একটি সাপ এসে তাকে দংশন করে। প্রথমে স্থানীয় ওঝার মাধ্যমে তাকে গ্রাম্য চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

;

ঢাকার বাতাস আজও খুব 'অস্বাস্থ্যকর'



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দিন দিন বিশ্বের বিভিন্ন দেশে বেড়েই চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকার বাতাসে স্বাস্থ্যঝুঁকি রয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার। যদিও সবচেয়ে বেশি দূষণ কঙ্গোর কিনশাসা শহরের বাতাসে।

এদিন সকাল ১০টার দিকে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৪৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

দূষিত শহরের তালিকায় ১৭৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চিয়াং মাই। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের শহর দিল্লির স্কোর ১৭২। আর ১৬০ স্কোর নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছে যথাক্রমে জার্মানির শহর মিউনিখ ও নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পঞ্চম অবস্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর ১৫৫।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

;

নীলফামারীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, বার্তা ২৪.কম, নীলফামারী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর কিশোরগঞ্জে অমিচা বেওয়া (৫৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

বৃহস্পতিবার (১৬মে) তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধ উপজেলার কালিকাপুর হাজি পাড়া গ্রামের বাসিন্দা। 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধ দীর্ঘদিন ধরে পেট ব্যথাজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তার প্রচণ্ড পেট ব্যথা উঠলে সহ্য করতে না পেরে নিজ ঘরে আত্মহত্যা করেন। পরে স্বজনরা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পুলিশ এসে উদ্ধার করে। 

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 

;